মানিকগঞ্জ জেলা | ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

2207

মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটি জেলা যা ঢাকা বিভাগ এর অন্তর্গত। মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, পশ্চিম, পশ্চিম দক্ষিণ, এবং দক্ষিণ সীমান্তে যথাক্রমে যমুনা এবং পদ্মা নদী পাবনা জেলা ও ফরিদপুর জেলা থেকে এ জেলাকে বিচ্ছিন্ন করেছে।

নামকরনের ইতিহাস:-

মূরত সংস্কৃত ‘মানিক্য’ শব্দ থেকে মানিক শব্দটি এসেছে। মানিক হচ্ছে চুনি পদ্মরাগ। গঞ্জ শব্দটি ফরাসী।মানিকগঞ্জের নামের ঋৎপত্তি ইতিহাস আজও রহস্যবৃত। অষ্টাদশ শতকের প্রথমার্ধে সুফি দরবেশ মানিকশাহ সিংগাইর উপজেলার মানিকনগরে আসেন এবং খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার শুরু করেন।কারও মতে র্দূর্ধষ পাঠান সর্দার মানিক ঢালীর নামানুসারে মানিকগঞ্জ নামের উৎপত্তি। আবার কারোমতে, নবাব সিরাজ উদ-দৌলার বিশাবাস ঘাতক মানিক চাঁদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার নমানুসারে১৮৪৫ সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমার নামকরণ হয়। মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কীতউল্লেখ্য তিনটি পৃথক স্থানীয় জনশ্রুতি এবং অনুমান নির্ভর। এর কোন ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি,তবে মানিক শাহের নামানুসারে মানিকগঞ্জ মহকুমার নামকরণ সম্পর্কীত জনশ্রুতি এবং ঘটনা প্রবাহথেকে যে চিত্র পাওয়া যায় তাই সঠিক বলে ধরা হয়।

আয়তন:-

মানিকগঞ্জ ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা, পশ্চিম, পশ্চিম দক্ষিণ, এবং দক্ষিণ সীমান্তে যথাক্রমে যমুনা এবং পদ্মা নদী পাবনা জেলা ও ফরিদপুর জেলা থেকে এ জেলাকে বিচ্ছিন্ন করেছে। পূর্ব, উত্তর পূর্ব এবং পূর্ব দক্ষিণে রয়েছে ঢাকা জেলার যথাক্রমে ধামরাই, সাভার, কেরানীগঞ্জ দোহার এবং নবাবগঞ্জ উপজেলা । মানিকগঞ্জ জেলার আয়তন- ১৩৭৮.৯৯ বর্গ কিঃমিঃ।

মানিকগঞ্জ জেলা ৭টি উপজেলার সমন্বয়ে গঠিত

ঘিওর উপজেলা

দৌলতপুর উপজেলা,

মানিকগঞ্জ সদর উপজেলা,

শিবালয় উপজেলা,

সাটুরিয়া উপজেলা,

সিঙ্গাইর উপজেলা এবং

হরিরামপুর উপজেলা।

বিশিষ্ট ব্যক্তিত্ব:-

রফিকউদ্দিন আহমদ, ভাষা শহীদ।

হারুনার রশীদ খান মুন্নু, সাবেক এমপি ও মন্ত্রী। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ ও

সমাজসেবক।

খোন্দকার দেলোয়ার হোসেন , ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক এমপি,

চীফহুইপ। সাবেক মহাসচিব, বিএনপি।

ড. অমর্ত্য সেন , নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ, দার্শনিক,

বিচারপতি এ. কে. এম নূরুল ইসলাম,

কর্ণেল (অবঃ) এম. এ মালেক

ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী

হীরালাল সেন , উপমহাদেশের চলচিত্রের জনক, চিত্রগ্রাহক।

খান আতাউর রহমান, সুরকার, গায়ক, চলচ্চিত্র নির্মাতা, সংগীত পরিচালক, গীতিকার, প্রযোজক

মমতাজ বেগম, সংগীত শিল্পী, সংসদ সদস্য

কিশোরীলাল রায় চৌধুরী

ডঃ দীনেশচন্দ্র সেন, প্রাচীন পুঁথি সংগ্রাহক, সাহিত্যিক, গবেষক

মুনীর চৌধুরী, শহীদ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী

রমজান আলী রনি,কবি,লেখক ও সাংবাদিক(দৈনিক আলোকিত সকাল)

বিখ্যাত খাবার:-

খেজুর গুড়

বিখ্যাত স্থান:-

রামকৃষ্ণ মিশন সেবাশ্রম

তেওতা জমিদারবাড়ি

বালিয়াটি প্রাসাদ

মানিকগঞ্জের মত্তের মঠ

শিব সিদ্ধেশ্বরী মন্দির

শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি

গৌরাঙ্গ মঠ

মাচাইন গ্রামের ঐতিহাসিক মাজার ও পুরনো মসজিদ

শহীদ রফিক স্মৃতি যাদুঘর, সিঙ্গাইর

ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়, সাটুরিয়া

কিভাবে যাবেন:-

ঢাকা থেকে মানিকগঞ্জে সাধারনত সড়ক পথেই যাতায়েত করা হয়ে থাকে। ঢাকা থেকে মানিকগঞ্জে যে সব বাস চলাচল করে তার মধ্যে উ্ল্লেখযোগ্য হল: মানিকগঞ্জ এক্সপ্রেস, পাটুরিয়া এক্সপ্রেস, বিলাসী পরিবহন, আনন্দ পরিবহন, সোহাগ পরিবহন। তাছাড়া খুলনা,ফরিদপুর রুটে যে সব বাস চলাচল করে তার অধিকাংশই মানিকগঞ্জের যাত্রী নিয়ে থাকে।