প্রাচীন বৌদ্ধ বিহার| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

1307

বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশীয় ইতিহাসে পাহাড়পুর একটি ঐতিহাসিক নিদর্শন। এই উপমহাদেশের হাজার বছরের ইতিহাস বহন করে এই নিদর্শন। পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব অষ্টম শতকের শেষাংশে বা নবম শতকে এই বিহার তৈরি করছিলেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা যেতে পারে। এটি ৩০০ বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম ও শিল্পচর্চা কেন্দ্র ছিল। নওগাঁ শহর থেকে এর দূরত্ব প্রায় ৩৪ কিলোমিটার। এটি অনেকের কাছে সোমপুর বিহার নামেও পরিচিত।

এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বিহার হল পাহাড়পুর বিহার। পুরো বিহারটা ঘেরা ছিল ইটের বেষ্টনী দিয়ে। বিহারের মূল বেষ্টনীর যে দেয়ালটি পাওয়া গেছে তা ২০ ফুট চওড়া। বেষ্টনীর ভিতরে আরো ছোট ছোট অনেক মন্দির আছে। মূল মন্দিরের চারপাশে রয়েছে ১৭৭ টি কামড়া। সেখানে ভিক্ষুরা বাস করতেন বলে অনুমান করা হয়। প্রায় ৮ শ জন ভিক্ষুর বাসোপযোগী ছিল এই বিহার। প্রত্যেকটি কক্ষে প্রবেশের জন্য আছে ছোট ছোট দরজা। খননকালে ১২৫ টি মাটির পাত্রে খলিফা হারুন আল রশিদের শাসনামলের রৌপ্য মুদ্রা পাওয়া গিয়েছিল, সেগুলো পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এছাড়াও পাহাড়পুর বিহার হতে উদ্ধারকৃত অনেক মূর্তি, মুদ্রা, শিলালিপি ইত্যাদি পাহাড়পুর জাদুঘরে সংরক্ষিত আছে।

বিহারের দক্ষিণ -পূর্ব কোণ থেকে প্রাচীরের বাইরে শানবাঁধানো ঘাট আছে। এই ঘাট সন্ধ্যাবতীর ঘাট নামে পরিচিত। রাজা মৈদলনের কন্যা সন্ধ্যাবতী এ ঘাটে নিয়মিত স্নান করতেন। ভূ-পৃষ্ঠ থেকে ঘাটটি ঢালু হয়ে প্রায় ১২মিটার নিচে নেমে গিয়েছে। গন্ধেশ্বরী মন্দির: স্নানঘাট পশ্চিমে পূর্বমুখী প্রাচীরের বাইরে একটি মন্দির আছে। মন্দিরের দক্ষিন দেয়ালে বৌদ্ধদেবী পদ্মপাণির মূর্তি আছে। এটিকে স্থানীয় ভাবে বলা হয় গন্ধেশ্বরীর মন্দির।

সত্যপীরের ভিটা, পাহাড়পুর বিহার থেকে ৩৬৫ মিটার পূর্বে অবস্থিত। মন্দির অঙ্গনের বিভিন্ন স্থানে প্রায় ৫০টি পোড়ামাটির ফলক, আট হাত বিশিষ্ট দেবীমূর্তি ও বৌদ্ধ ধর্মীয় মতবাদ লিপি খোদিত পোড়ামাটির গোল সীলগুলি থেকে এই ভিটা ও তারা মন্দিরের অভিন্নতা প্রতিপন্ন হয়েছে।

বেড়ানোর সময়কাল:

শীত মৌসুমে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে পর্যটকদের ঢল নামে। এ সময়ে আসাটা উত্তম। এছাড়াও বছরের যেকোন সময়ে ঘুরে আসতে পারেন পাহাড়পুর। রবিবার সাপ্তাহিক ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। এবং সোমবার অর্ধদিবস এবং যে কোন ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে।

যেভাবে যাবেন:

দেশের যেকোনো প্রান্ত হতে নওগাঁ শহরে এসে নওগাঁ বালুডাংগা বাস টার্মিনাল হতে সরাসরি বাসযোগে ঐতিহাসিক পাহাড়পুরে যাওয়া যায়। আনুমানিক দূরত্ব আনুমানিক ৩২ কিলোমিটার এবং বাসভাড়া- ৩০- ৪০ টাকা। অথবা দেশের যেকোন প্রান্ত হতে জয়পুরহাট শহরে এসে বাস অথবা অটোরিকশা নিয়ে পাহাড়পুর বৌদ্ধবিহার চলে আসতে পারবেন। জয়পুরহাট হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব মাত্র ১৩ কিলোমিটার। ট্রেন যোগে জয়পুরহাটের জামালঞ্জ স্টেশনে নামলে এখান হতে পাহাড়পুর বৌদ্ধবিহারে আসতে চাইলে আপনাকে ভ্যান অথবা অটোরিকশা নিতে হবে। জামালগঞ্জ হতে পাহাড়পুর বৌদ্ধবিহারের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার।