খানারপাড় দীঘি

1204

মধূমতি নদীর অববাহিকায় গড়ে উঠা একটি জেলাটি ইতিহাস এবং ঐতিহ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জেলাটিতে অনেক গুলো দর্শনীয় স্থান রয়েছে। তাদের মধ্যে অন্যতম একটি হল খানারপাড় দীঘি। গোপালগঞ্জ সদর উপজেলাধীন কাঠি বাজারের কাছাকাছি ঐতিহাসিক খানারপাড় দীঘি। ৩০/৩৫ একর জমিতে বর্গাকারের বিশাল ও প্রাচীন এ দীঘিকে ঘিরে প্রচলিত রয়েছে লোমহর্ষক কিচ্ছা-কাহিনী, লোককথা-উপকথা। এলাকায় বসবাসকারী প্রবীণদের নিকট থেকে জানা যায় আগেকার দিনে অমাবস্যা-পূর্ণিমা ছাড়াও তিথি নক্ষত্রের বিশেষ বিশেষ দিনে সোনার নাও পবনে বৈঠা, বিভিন্ন বাজনাসহ অনেক রাত্রে দীঘি প্রদক্ষিণ করত এবং ঘাটলায় গিয়ে সামাজিক আনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য তৈজসপত্রের প্রার্থনা করা হত। এখন সেখানে পূর্বের মত প্রার্থনা করা হয় না তবে এলাকায় প্রবীণদের কাছে বিষয়টি আজও বিস্ময়কর উপকথা।

গোপালগঞ্জের সদর উপজেলাতে এই আশ্রমটি অবস্থিত হওয়ায় খুব সহজেই গোপালগঞ্জ সদর থেকে রিক্সা করে শুকদেব আশ্রমে পৌঁছানো যায়।