বসনিয়া ও হার্জেগোভিনা ভিজিট ভিসা প্রসেসিং
ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কন্স্যুলার, সংস্কৃতি ও খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে আগ্রহী বসনিয়া ও হার্জেগোভিনা।একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করে সেদেশে বাংলাদেশের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল বসনিয়া ও হার্জেগোভিনায় বাংলাদেশের সমবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত। সম্প্রতি তিনি দেশটির রাজধানী সারাজেভোতে সে দেশের প্রেসিডেন্সির চেয়ারম্যান ড. দ্রাগান কভিচের কাছে তার পরিচয়পত্র পেশকালে এ আগ্রহের কথা জানান কভিচ। বাংলাদেশিদের সহজে বসনিয়া ও হার্জেগোভিনার ভিসা প্রাপ্তির বিষয়টি তুলে ধরলে দ্রুত ও সহজে ভিসা পাওয়ার বিষয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। বসনিয়া ও হার্জেগোভিনা দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ও ভবিষ্যতে কিছু কিছু ক্ষেত্রে ভিসা রহিতের প্রস্তাব করেছে।
তবে আপনার যদি নীচের সমস্ত কাগজপত্র থিক থাকে তবে ট্র্যাভেলজু আপনার ভিসার স্ট্যাম্প লাগানোর জন্য প্রসেসিং / লজিস্টিক সহায়তা সরবরাহ করবে (লজিস্টিক চার্জ প্রযোজ্য)। আপনার ভিসা প্রক্রিয়া করার জন্য আপনাকে ভারত ভ্রমণ করার দরকার নেই।
টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বৈধ পাসপোর্ট ৬ মাস মেয়াদ সহ
- ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
- পূর্বের সকল পাসপোর্ট (যদি একাধিক পাসপোর্ট থাকে)
- ব্যাংক স্টেটমেন্ট
- নির্ভুলভাবে ভিসা ফরম পূরণ করতে হবে
- ফরোয়ার্ডিং পত্র / আমন্ত্রণ পত্র (যদি থাকে তবে)
বিজনেস ভিসা:
- ট্রেড লাইসেন্স
- লেটার অব ক্রেডিট (L/C)
- ব্যাংক স্টেটমেন্ট (বিগত এক বছরের)
- সদস্যপদ/ চেম্বারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- আমদানি/ রপ্তানি লাইসেন্স
- ইনভাইটেশন অব রেসপেকটিভ সি সি এন্ড আই
অন্যান্য কাগজপত্র:
- মূল ইংরেজি অনুবাদ এবং নোটারি অনুলিপি সহ একটি বিবাহের সনদপত্রের ফটোকপি (নতুন দম্পতির জন্য)
- টিন (কর সনাক্তকরণ নম্বর) সনদপত্র (কয়েকটি দেশ প্রয়োজন)
- ভ্যাট সার্টিফিকেট
- চিঠিটি প্রচ্ছদ / ফরোয়ার্ডিং পত্র / আমন্ত্রণ পত্র (যদি থাকে তবে)
- ক্রস লাইন সহ একটি পৃষ্ঠা চেক (কয়েকটি দেশ প্রয়োজনীয়)
- পুলিশ ছাড়পত্র সনদপত্র (কয়েকটি দেশ প্রয়োজনীয়)
- নাবালকের জন্য এনআইডি (জাতীয় পরিচয়) ফটোকপি বা জন্ম সনদপত্রের ফটোকপি
- এয়ারলাইন এবং হোটেল রিজার্ভেশন টিকিট ভ্রমণ অনুষ্ঠান এবং হোটেল বুকিং।
- সম্পত্তি দলিল
- স্বাস্থ্য বীমা
ভিসা প্রসেসিং সময়: মোট আনুমানিক সময় ১০ থেকে ১২ কার্যদিবস।
ভিসা আবেদন প্রোসেস সংক্রান্ত:
যোগাযোগ করুন আমাদের ভিসা সহায়ক ব্যবাস্হাপক এর সাথে
মোবাইল:+88 01978569293
ওয়েবসাইট: www.airwaysoffice.com
ই-মেইল: myvisaapplicationinfo@gmail.com
বিশেষত যদি কোনও ভ্রমণকারীদের এই দেশে ভ্রমন করার অভিজ্ঞতা না থাকে। সুতরাং এয়ারওয়েজ অফিসে যোগাযোগ করেন এবং আমাদের এয়ারওয়ে অফিস নিম্নলিখিত ধরণের ট্যুর তৈরি করে।
- সারা বছর ভ্রমণ
- এয়ার টিকেটিং
- হোটেল বুকিং
- প্যাকেজ ট্যুর
- হেলিকপটার সার্ভিস
- টুরিস্ট ভিসা প্রসেসিং
ভারতের নয়াদিল্লিতে বসনি-হার্জেগোভিনীয় দূতাবাস
ই -৯/১১,বসন্ত বিহার
নয়াদিল্লি -১১০০৫৭
ভারত
টেলিফোন: (+91) 11 2614 7415, + 91-11-41662481,
+ 91-11-26147415
ফ্যাক্স: (+91) 11 5166 2482
E-mail: abhind@gmail.com
যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।