লুফথানসা এয়ারলাইন্স

680

 

লুফথানসা এয়ারলাইন্স

লুফথানসা এয়ারলাইন্স এর যাত্রা শুরু হয় ১৯২৬ সালে বার্লিনে জার্মান এয়ার হানসা (১৯৩৩ সাল হতে এটি জার্মান লুফথানসা নামেই বেশি পরিচিত হয়) প্রতিষ্ঠার মাধ্যমে৷  এয়ারলাইন্সটি ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির জাতীয় বিমান সংস্থা ছিলো৷ নাৎসী বাহিনী পরাজিত হওয়ার পর বিমানসংস্থাটির সকল সার্ভিস স্থগিত করা হয়৷

নতুন একটি জাতীয় বিমানসংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৩ সালের ৬ জানুয়ারী জার্মানির কোলনে একটি কোম্পানি লুফটেগ প্রতিষ্ঠিত হয় কোম্পানিটির অনেক কর্মীই পূর্বের লুফথানসাতে কর্মী হিসাবে ছিলেন৷ পশ্চিম জার্মানি তখন পর্যন্ত তার আকাশপথ ব্যবহারের অনুমতি পায়নি৷ তাই নতুন এয়ারলাইন্সটি কখন তার কার্যক্রম শুরু করতে পারবে, তা জানা ছিলো না৷ তা সত্ত্বেও ১৯৫৩ সালে লুফটেগ কোম্পানিটি চারটি কনভেয়ার সিভি-৩৪০এস এবং চারটি লকহীড এল-১০৪৯ সুপার কনস্টালেশন এর অর্ডার দেয় এবং হামবুর্গ এয়ারপোর্টে একটি রক্ষণাবেক্ষন কেন্দ্র স্থাপন করে ১৯৫৪ সালে লুফটেগ জার্মান মার্ক ৩০,০০০(বর্তমানে প্রায় ৬৮,০০০ ইউরো) এর বিনিময়ে পূর্বের জার্মান লুফথানসার নাম ও লোগো ব্যবহারের অনুমতিপ্রাপ্ত হয়৷ ২এভাবেই পরবর্তীতে এটি লুফথানসা এয়ারলাইন্স হয়ে উঠে৷

১৯৫৫ সালের ১ এপ্রিল লুফথানসা দেশের অভ্যন্তরে ফ্লাইট পরিচালনার অনুমতি লাভ করে প্রথমদিকের গন্তব্যস্থলগুলো ছিলো হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট, কোলন, মিউনিখ ইত্যাদি শহর৷

গন্তব্যস্থলসমূহ:

২০১৬ সালের মে মাস অনুসারে লুফথানসা এয়ারলাইন্স এর বিমানসমূহ দেশের অভ্যন্তরে ১৮ টি গন্তব্যস্থলে এবং আফ্রিকা, আমেরিকা, ইউরোপ ও এশিয়া মহাদেশের ৮১ টি দেশের ১৯৩ টি আন্তর্জাতিক গন্তব্যস্থলে যাত্রীবহন ও মালামাল পরিবহন করে থাকে। লুফথানসার পক্ষ হতে প্রাইভেট এয়ার পরিচালিত ফ্লাইটগুলোও এর মধ্যে অন্তর্ভূক্ত৷

লুফথানসা এয়ারলাইন্স নিচের এইসব মহাদেশ, দেশ, ও বিমানবন্দরে ওড়ে:

আফ্রিকা,এশিয়া,পূর্ব এশিয়া,গণচীন,জাপান,উত্তর কোরিয়া,দক্ষিণ এশিয়া

ভারত

  • বাঙ্গালোর- এইচ.এ.এল. বাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর
  • চেন্নাই- চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর
  • দিল্লি- ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
  • হায়দ্রাবাদ- হায়দ্রাবাদ বেগুম্পেট বিমানবন্দর
  • কলকাতা- নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর
  • মুম্বাই- ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর

পাকিস্তান

  • লাহোর- আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর (শুধু কার্গো)

 

  • দক্ষিণপূর্ব এশিয়া
  • দক্ষিনপশ্চিম এশিয়া
  • ইউরোপ
    • অস্ট্রিয়া
    • বেলারুশ
    • বেলজিয়াম
    • বসনিয়া ও হার্জেগোভিনা
    • বুলগারিয়া
    • ক্রোয়েশিয়া
    • সাইপ্রাস
    • চেক প্রজাতন্ত্র
    • ডেনমার্ক
    • এস্তোনিয়া
    • ফিনল্যান্ড
    • ফ্রান্স
    • জার্মানি

বার্লিন- টেগেল আন্তর্জাতিক বিমানবন্দর

    • ব্রেমেন- ব্রেমেন বিমানবন্দর
    • কলোন/বন- কলোন বন বিমানবন্দর
    • ড্রেসডেন(ড্রেসডেন ক্লোৎস্‌শে বিমানবন্দর)
    • ডর্টমুন্ট- ডর্টমুন্ট বিমানবন্দর
    • ডুসেলডর্ফ- ডুসেলডর্ফ আন্তর্জাতিক বিমানবন্দর
    • ফ্রাঙ্কফুর্ট- ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর
    • ফ্রিড্রিক্সহাফেন- ফ্রিড্রিক্সহাফেন বিমানবন্দর
    • হামবুর্গ- হামবুর্গ বিমানবন্দর
    • হানোভার- (হানোভার/লাঙেনহাগেন আন্তর্জাতিক বিমানবন্দর)
    • হোফ- হোফ-প্লাউয়েন বিমানবন্দর
    • লাইপসিক/হাল- লাইপসিক/হাল বিমানবন্দর
    • মিউনিখ- মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর
    • মুন্সটের/ওসনাব্রুক- মুন্সটের ওসনাব্রুক আন্তর্জাতিক বিমানবন্দর
    • নুরেমবুর্ক- নুরেমবুর্ক বিমানবন্দর
    • পাদেরবোর্ন- পাদেরবোর্ন লিপ্‌স্তাৎ এয়ারপোর্ট
    • ষ্টুটগার্টষ্টুটগার্ট বিমানবন্দর
    • ভেস্টেরলান্ট- সিল্ট বিমানবন্দর

গ্রীস,হাঙ্গেরি,আয়ারল্যান্ড,ইতালি,লাতভিয়া,লিথুয়ানিয়া,মালতা,নেদারল্যান্ড,নরওয়ে,পোল্যান্ড,পর্তুগাল,রোমানিয়া

  • রাশিয়া
  • সার্বিয়া
  • স্লোভাকিয়া
  • স্পেন
  • সুইডেন
    • ইয়ত্তেবরি- ইয়ত্তেবরি লান্দভেত্তের বিমানবন্দর
    • স্টকহোল্ম- স্টকহোল্ম আর্লান্দা বিমানবন্দর
  • সুইজারল্যান্ড
  • তুরস্ক
  • ইউক্রেন
  • যুক্তরাজ্য ক্রাউন ডেপেন্ডেন্সিজ
    • গার্ন্সি- গার্ন্সি বিমানবন্দর (শুধু গ্রীষ্মকালে)
  • যুক্তরাজ্য
    • ইংল্যান্ড
      • বার্মিংহাম- বার্মিংহাম আন্তর্জাতিক বিমানবন্দর
      • লন্ডন
        • লন্ডন সিটি বিমানবন্দর
        • লন্ডন হিথরো বিমানবন্দর
        • লন্ডন স্ট্যান্‌স্টেড বিমানবন্দর(শুধু কার্গো)
      • ম্যানচেস্টার- ম্যানচেস্টার আন্তর্জাতিক বিমানবন্দর
      • নিউকাসেল- নিউকাসেল আন্তর্জাতিক বিমানবন্দর
    • স্কটল্যান্ড
      • এডিনবরা- এডিনবরা আন্তর্জাতিক বিমানবন্দর
    • উত্তর আমেরিকা
    • দক্ষিণ আমেরিকা

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কেড শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৭৬৮২৩২৩১১