ওমান কোয়ারানটাইন হোটেল বুক

1013

ওমান কোয়ারানটাইন হোটেল বুক

ওমান কোয়ারানটাইন হোটেল বুক আমাদের সাথে উপভোগ করুন। আমরা বাংলাদেশ থেকে আপনার হোটেল বুক করব। আরও তথ্যের জন্য “zooFamily-অনলাইন ভ্রমণ সম্প্রদায়ের” উপদেষ্টাদের সাথে যোগাযোগ করুন!

+8801618181313 (হোয়াটসঅ্যাপ) | ইমেল: support@zoo.Family

ওমান কোয়ারান্টিন হোটেল প্যাকেজ ও বিমানের টিকিট এখন এস আর ট্রাভেলস্ ইন্টারন্যাশনাল থেকে বুক করতে পারবেন খুব সহজে ও নিশ্চিন্তে।প্যাকেজে অন্তর্ভুক্ত:
* একক রুমে প্রতিটি ব্যক্তির জন্য রাতের হোটেল থাকার ব্যবস্থা।
* রুমে বসে খাবার (সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার)
* এক পথে বিমানবন্দর স্থানান্তর (হোটেল থেকে বিমানবন্দর)
* 2 টি কোভিড পরীক্ষা।

নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি ওমানের স্থানীয় রাত ১২টা থেকে দেশটিতে আগত সকলের জন্য ৭ দিনের হোটেল বুকিং কনফার্ম থাকতে হবে। পূর্বের হোম কোয়ারেন্টাইনের নিয়ম বাতিল করে সকলের জন্য এখন থেকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন আইন জারি করা হয়েছে।

সেইসাথে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ নিজেদের বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়। যাত্রীরা মাস্কাট এয়ারপোর্টে নেমেও হোটেল বুকিং করতে পারবেন, তবে এতে খরচ বেশি হবে।

ওমানের বেশকিছু হোটেলের কথা উল্লেখ করেছে দেশটির সমাজকল্যাণ মন্ত্রণালয়। মাস্কাটের মধ্যে ৬টি হোটেলের তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়।

হোটেলগুলো হচ্ছেঃ

১. সুইচ বেল-ইন মাস্কাট।

২. ইবাইস।

৩. সিকিউর ইন।

৪. শেরাটন।

৫. টিউলিপ ইন।

৬. সামারসেট প্যানারমা মাস্কাট।

 মুসান্দাম গভর্নর:

১. দিব্বা বিচ হোটেল।

২. খাসাব হোটেল।

ধোফার/সালালাহ অঞ্চলের জন্য “আলফা হোটেল সালালাহ”।

বুরাইমি অঞ্চলের জন্য বুরাইমি এরিনা হোটেল।

আল দাখেলিয়াহ অঞ্চলের জন্য আল দিয়ার হোটেল।

উত্তর আশ শারকিয়াহ অঞ্চলের জন্য গোল্ডেন রে হোটেল।

Related Post: Airways Office | Travel News BD | zooFamily | Travelzoo BD Ltd | zooIT