ভোলা জেলা | ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

1509

ভোলা জেলা বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব-দ্বীপ। এর পূর্বের নাম শাহবাজপুর; তারও পূর্বে এটি ‘চন্দ্রদ্বীপ’ নামে পরিচিত ছিলো।

নামকরনের ইতিহাস:-

ভোলা জেলার নামকরণের পিছনে স্থায়ী ভাবে একটি লোককাহিনী প্রচলিত আছে যে, ভোলা শহরের মধ্যদিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। একসময় এটি পরিচিত ছিল বেতুয়া নদী নামে। খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার করা হত। বুড়ো এক মাঝি এখানে খেয়া নৌকার সাহায্যে লোকজন পারাপার করতো। তাঁর নাম ছিল ভোলা গাজী পাটনী। বর্তমানে যোগীরঘোলের কাছেই তাঁর আস্তানা ছিল। এই ভোলা গাজীর নামানুসারেই এক সময় স্থানটির নাম দেয়া হয় ভোলা। সেই থেকে আজ অব্দী ভোলা নামে পরিচিত।

অবস্থান ও আয়তন:-

বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা ভোলা। জেলা প্রশাসন যাকে কুইন আইল্যান্ড অব বাংলাদেশ বলে ঘোষণা করে। ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী।

উপজেলা সমুহঃ-

ভোলা সদর উপজেলা

তজমুদ্দিন উপজেলা

দৌলতখান উপজেলা

বোরহানউদ্দিন উপজেলা

মনপুরা উপজেলা

লালমোহন উপজেলা

চরফ্যাশন উপজেলা

বিশিষ্ট ব্যক্তিত্বঃ-

মোস্তফা কামাল

কবি মোজাম্মেল হক,

কবি নাসির আহমেদ

নলিনী দাস

মোহাম্মদ আবদুল মুহিত

শহিদ মোতাহার উদ্দিন মাস্টার

অধ্যক্ষ ফারুকুর রহমান

আন্দালিব রহমান

মেজর হাফিজ উদ্দিন (বীর বিক্রম)

নাজিউর রহমান মন্জু (এমপি)

তোফায়েল আহমেদ (এমপি)

মরহুম মোশারফ হোসেন শাহজাহান (এমপি)

অালহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এমপি)

আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (এমপি)

নাজিম উদ্দিন আলম (এমপি)

আমিনুল হক

এ কেমকবুল আহমেদ

বিখ্যাত খাবারঃ-

নারিকেল

মহিষের দুধের দই

বিখ্যাত স্থানঃ-

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল যাদুঘর

চর মনপুরা

চর কুকরি মুকরি

দেউলি

মনপুরা ফিশারিজ লিমিটেড

ঢাল চর

মনপুরা ল্যান্ডিং স্টেশন

কিভাবে যাবেনঃ-

ভোলা শহর ঢাকা থেকে নদী পথে দূরত্ব ১৯৫ কি.মি.। বাইরুটে বরিশাল হয়ে সড়কপথে দূরত্ব ২৪৭কি.মি. এবং লক্ষীপুর হয়ে দূরত্ব ২৪0 কি.মি.। লঞ্চযোগে (সরাসরি)৮/৯ ঘন্টা, বাসযোগে (ভায়া বরিশাল) ৭/৮ ঘন্টা এবং বাসযোগে (ভায়া লক্ষীপুর) ৬/৭ ঘন্টা সময় লাগে।