টিকিট কেটেও না যেতে পারাদের রিপ্লেসমেন্ট দেবে বিমান

515

যেসব প্রবাসী শ্রমিকের টিকিট কাটা আছে অথচ যেতে পারেনি বাংলাদেশ বিমান তাদের রিপ্লেসমেন্ট দেবে এবং এর

জন্য কোনো টাকা নেবে না।
গতকাল বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মহিবুল হক আবুধাবি ফেরত শ্রমিকদের পুনরায়

দেশটিতে পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এর আগে গত মাসে আবুধাবি থেকে ফেরত আসা শ্রমিকদের সমস্যা নিয়ে তিন মন্ত্রণালয়ের সমন্বয়ে আন্তঃমন্ত্রণালয়

বৈঠক অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উদ্যোগে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি আবুধাবি থেকে কর্মী ফেরত আসার ‘প্রকৃত’ কারণ উল্লেখ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন জমা দেয়া হয়।
প্রতিবেদনের সুপারিশে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে দেশে ফেরত আসা ১১২ প্রবাসী শ্রমিককে সরকারি ব্যবস্থাপনায় আবারো আবুধাবিতে পাঠানোর উদ্যোগ নেয়া যেতে পারে।
সচিব বলেন, বাংলাদেশ বিমান তো একটি ক্যারিয়ার। বিমানের যে টিকিট কাটবে সেই বিমানে যাবে। বিমানের কি আর কোনো রেসপনসিবিলিটি আছে?
বিমানের আর কোনো রেসপনসিবিলিটি থাকার কথা নয়?
এখন আবুধাবি কর্তৃপক্ষ অফিসিয়ালি বলছে, যাদের এমপ্লয়মেন্ট ভিসা আছে তারা সবাই আবুধাবিতে আসতে পারবে।
কিন্তু আবুধাবিতে যখন যাচ্ছে তখন তারা তাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দিচ্ছে না। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে।

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪