মাত্র দুই জন যাত্রী নিয়ে কাতার গেল বিমানের ফ্লাইট

517

এভিয়েশন নিউজ রিপোর্ট :বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সোমবার (৭ সেপ্টেম্বর) মাত্র দু’জন যাত্রী নিয়ে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। জাতীয় পতাকাবাহী বিমানের এক শীর্ষ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রী সঙ্কটের কারণে মাত্র দু’জন যাত্রী নিয়েই কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ফ্লাইটটি।

২৫৮ টি খালি আসন নিয়েই ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে উড্ডয়ন করে। ফ্লাইটটি কাতারের স্থানীয় সময় রাত ৮ টা ৩০ মিনিটে কাতারের রাজধানী দোহায় পৌঁছানোর কথা রয়েছে।

 

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪