টেকনাফ উপজেলা

1219

টেকনাফ বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্ব কোনায় অবস্থিত। কক্সবাজার জেলাসদর থেকে প্রায় ৮৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মোট আয়তন ৩৮৮.৬৮ বর্গ কিলোমিটার। টেকনাফের শাহপরীর দ্বীপ বাংলাদেশের মূল ভূখন্ডের সর্বদক্ষিণ প্রান্তসীমা এবং এ উপজেলার সেন্টমার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্ত। টেকনাফউপজেলার উত্তরে উখিয়া উপজেলা, পূর্বে নাফ নদ ও মায়ানমার সীমান্ত এবংদক্ষিণ ও পশ্চিমে বঙ্গোপসাগর।

টেকনাফ পর্যটন এলাকা হওয়ায় দেশ-বিদেশ থেকে ঢাকা-চট্টগ্রাম-টেকনাফ রুটে এই উপজেলার সীমান্তে সেন্টমার্টিন দ্বীপে প্রতি বছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। এছাড়া টেকনাফ বন্দর, নাফ নদী-বঙ্গোপসাগর থেকে মূল্যবান মাছ আহরণ, খনিজ লবণ, পান সুপারী ইত্যাদি অর্থ উপার্জনের প্রধান মাধ্যম। পাহাড় ও নদী-সাগর ঘেরা টেকনাফে সুন্দর লবণ মাঠ এবং বড় বড় মৎস্য খামার আছে। এই স্থান কৃষি কাজ, লবণ চাষ ও মাছ চাষ করার জন্য বেশ উপযোগী।

পর্যটন আকর্ষণঃ-

১)সেন্টমার্টিন
২)শাহপরীর দ্বীপ
৩)ছেঁড়া দ্বীপ
৪)তৈঙ্গা চূড়া
৫)কালো রাজার সুড়ঙ্গ

এছাড়া অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:

  • সাবরাং ট্যুরিজম পার্ক
  • টেকনাফ সমুদ্র সৈকত
  • মাথিনের কূপ
  • বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিঘাট
  • টেকনাফ ন্যাচার গেম রিজার্ভ
  • শীলখালী চিরহরিৎ গর্জন বাগান
  • মারিশবনিয়া সৈকত
  • কুদুমগুহা

যেভাবে যাবেনঃ-

ঢাকা বা চট্টগ্রাম থেকে সড়ক ও বিমান সকল পথেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। কক্সবাজার থেকে বাস বা সিএনজি চালিত অটোরিক্সা যোগে টেকনাফ যাওয়া যায়। বাস ভাড়া জনপ্রতি ১২০ টাকা।এই গড়িগুলো মেরিন ড্রাইভ দিয়ে চলাচল করে। ফলে সময় কম লাগে এবং ভ্রমণ হয় আরামদায়ক।