এস আর পরিবহন ঢাকা থেকে বগুড়া, সান্তাহার, নওগাঁ, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট এবং বুড়িমারি রুটে এই পরিবহনের বাসগুলো চলাচল করে।
বাসে ওঠা
- আসাদগেট, কল্যাণপুর, বিজয়নগর, গাবতলী, মহাখালী এবং আবদুল্লাহপুর থেকে এসআর ট্রাভেলস এর যাত্রীরা বাসে উঠতে পারেন।
- তবে বিজয়নগর থেকে সরাসরি আন্ত:জেলা বাসে ওঠা যায় না। অন্য বাহনে করে যাত্রীদের নিয়ে যাওয়া হয়।
- সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করে বাস আছে আর রাতে ৮টা থেকে ১১.৩০ টা পর্যন্ত প্রতি আধা ঘন্টায় একটি করে বাস রয়েছে।
গন্তব্য ও ভাড়া (এই ভাড়া সব সময়ের জন্য, ঈদে পরিবর্তিত হতে পারে )
গন্তব্য | ভাড়া | |
নন এসি | এসি | |
বগুড়া | ৩৫০ | ৫০০ |
গাইবান্ধা | ৪৫০ | ৬৫০ |
রংপুর | ৫০০ | ৬৫০ |
জয়পুরহাট/ হিলি | ৪৪০ | ৬০০ |
বুড়িমারি | – | ৭০০ |
নীলফামারী | ৬০০ | ৭০০ |
নওগাঁ | ৫৫০ | ৪৫০ |
গাড়ি ছাড়ার সময় (কল্যাণপুর থেকে)
গন্তব্য | সময় |
বগুড়া |
০৬.১৫
০৯.০০ ১০.০০ এসি ১২.০০ ১৪.৩০ ১৫.৩০ ১৭.০০ ১৭.৩০ ২০.০০ |
নওগাঁ |
০৭.৩০
০৯.৩০ ১১.১৫ ১৩.৩০ ১৫.১৫ ১৬.০০ ১৬.৩০এসি ১৯.০০ ২১.০০ ২২.৩০ ০০.০০ |
রংপুর |
০৬.৪৫
০৮.০০এসি ০৯.৪৫ ১১.০০ ১২.৩০ ১৪.০০ ১৫.৪৫এসি ১৬.১৫ ১৮.০০ ২২.০০ ২৩.০০ ২৩.৩০এসি ২৩.৪৫ |
গাইবান্ধা |
০৮.১৫
১০.৩০ ১৩.০০ ১৫.০০এসি ১৮.৩০ ২১.৩০ ২৩.১৫ |
জয়পুরহাট
হিলি |
০৭.১৫ ০৮.৪৫এসি ১১.৪৫ ১৬.৪৫ ২২.১৫ ২২.৪৫এসি |
বুড়িমারি | ০৮.৩০এসি |
অন্যান্য কাউন্টার ও ফোন নম্বর
অফিস | ফোন নম্বর |
কল্যাণপুর
২/২, দক্ষিণ কল্যাণপুর শাহনাজ সিএনজি ফিলিং স্টেশন (টেকনিক্যাল মোড়ের পশ্চিমে) |
৮০১৩৭৯৩, ৮০১৯৩১২, ০১৭১১-৩৯৪৮০১ |
আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ড | ০১৭১১-৯৪৪০২৩ |
গাবতলী বাস টার্মিনাল | ৮০১১২২৬
|
মহাখালী বাস টার্মিনাল | ফোন: ৮৮৩৪৮৩৩, মোবাইল: ০১৫৫২-৩১৫৮৩১ |
১৬, খাজা সুপার মার্কেট
কল্যাণপুর বাসষ্ট্যান্ড |
ফোন: ৮০৬০৮৭৬ |
পলাশবাড়ী
(পোস্ট অফিস সংলগ্ন) বগুড়া রোড, পলাশবাড়ী |
০১৭১০-৯০৫৫৯২ |
বগুড়া
শেরপুর বাসষ্ট্যান্ড |
ল্যান্ডফোন: ৮৮০৫৫,মোবাইল: ০১৭১২-৫৬৮৩৫৬ |
গাইবান্ধা
গ্যানাস মার্কেট, ডি,বি রোড |
ফোন: ৬২৪৭৭, মোবাইল: ০১৭১২-৫৭৯৫৪৫ |
বগুড়া
আন্তজেলা কোচ টার্মিনাল ঠনঠনিয়া। |
ফোন: ৬৭০৫৫, ০৬৪৪-৫১০০০৬৬
|
গাইবান্ধা
পৌর বাসস্ট্যান্ড |
মোবাইল: ০১৭৩২-৬৭৮০৭১ |
বগুড়া
সাতমাথা |
ফোন: ৬৩৬৫৫, ৬৫৩৩৩,
মোবাইল: ০১৭১১-৩৯৪৮০২ |
রংপুর
জাহাজ কো: অফিস (রংপুর চেম্বার ভবনের নীচে) |
ফোন: ০৬৪৪৫৩৯০০৫৮, মোবাইল: ০১১৯৩০০৯৩১০ |
সান্তাহার
রেলগেইট |
ফোন: ৬৯৪২৩, মোবাইল: ০১৫৫৬-৩৩১০৩৩ |
রংপুর
কামারপাড়া অফিস ঢাকা কোচ ষ্ট্যান্ড |
ফোন: ৬৫৩১১, মোবাইল: ০১৫৫২৩১৫৩৯২
|
নওগাঁ
ঢাকা কোচ ষ্ট্যান্ড |
ফোন: ৬২৮৩৯, মোবাইল: ০১৫৫২-৩২৩২৬৪ |
লালমনির হাট
রেলগেট |
ফোন: ৬১৮৯১, মোবাইল: ০১৭১২-২১৮০৯৮
|
লালমনির হাট
মিশন রোড |
মোবাইল: ০১৯১৭-১৯৯৯৯৩
|
তুষভান্ডার
বাসষ্ট্যান্ড |
মোবাইল: ০১৭১৭-১৩৮২৩৭ |
গাজীপুর
গাজীপুর বাইপাস (দেলোয়ার হোসেন মার্কেট |
ফোন: ০১৫৫২-৩১৫৩১৮
|
গোবিন্দগঞ্জ
সোনানী ব্যাংক ভবন |
মোবাইল: ০১৭১২-২৭৬০৬৩
|
বুড়িমারি
জিরো পয়েন্ট (চেংড়াবান্ধা) |
মোবাইল: ০১৭১২-১১৪৫৮৬, ০১৭১৬-১৯৮১১৪ |
টেলিফোনে বুকিং
- টেলিফোনে বুকিং দেয়া যায় তবে সেক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে কাউন্টারে উপস্থিত হতে হয়।
- আর টিকেট ক্রয়ের পর যাত্রা বাতিল করতে চাইলে অন্তত ছয় ঘন্টা আগে জানাতে হয়।
- টিকেটের টাকা ফেরত দেয়া হলেও ১০% ডকুমেন্টেশন চার্জ রাখা হয়।
- ফোনে টিকেট বাতিল করা সম্ভব নয়। ফেরত দেয়ার জন্য টিকেট নিয়ে কাউন্টারে উপস্থিত হতে হয়।
- ঈদের ১০ দিন আগে এবং পরে টিকেট ফেরত দেয়ার সুযোগ থাকে না।
- যান্ত্রিক ত্রুটি, প্রাকৃতিক দূর্যোগ, ইত্যাদি অনিচ্ছাকৃত অসুবিধার কারণে যাত্রা বাতিল, বাস পরিবর্তন বা আসন পরিবর্তন করা হতে পারে।
আবদুল্লাহপুর কাউন্টারের অবস্থান
- আবদুল্লাহপুর বোর্ড বাজার সাইনবোর্ড এলাকায় এসআর ট্রাভেলসের কাউন্টারটি অবস্থিত।
- আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের পশ্চিমপাশে সারিবদ্ধভাবে মোট ২২টি আন্তজেলা বাস কাউন্টার আছে, এখানেই এস আর ট্রাভেলস এর কাউন্টারটির অবস্থান।ফোন নম্বর : +৮৮০১৭১১৯৪৪০২৩
অন্যান্য নিয়ম
- বাস ছাড়ার অন্তত ৩০ মিনিট আগে উপস্থিত হতে হয়।
- প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ১০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।
- অবৈধ মালপত্র বহন করা যায় না, অবৈধ মালপত্র বহন করলে কর্তৃপক্ষ কোন দায় নেয় না।
- গাড়ীর ভেতর ধূমপান করা নিষেধ।
- অপরিচিত লোকের দেয়া খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত।
- পথে ফেরি পারাপার করতে হলে ফেরি পারাপারের সময় যাত্রীকে গাড়ি থেকে নামতে হয়।
- বাসের নিচে বক্সে যে লাগেজ রাখা হয় সেখানে লাগেজ রাখার পর টোকেনটি বুঝে নিতে হবে এবং হ্যান্ড ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র নিজ দায়িত্বে রাখতে হয়।
- বিলম্বে পৌঁছানোর কারণে বাস ধরতে ব্যর্থ হলে টিকেটের টাকা ফেরত দেয়া হয় না।
- যাত্রাপথে কোন অভিযোগ থাকলে সেটা অফিসে জানাতে হয়।
তথ্য সুত্রঃ- অনলাইন ঢাকা গাইড