স্লোভেনিয়া ভিসা আবেদন

2154

স্লোভেনিয়া ভিসা আবেদন

 

আমরা প্রায়সই ফেইসবুকে কিছু বিজ্ঞাপনে দেখি যে, স্লোভেনিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য ভারতে যাবার প্রয়োজন নেই, বাংলাদেশের ফ্রান্স/সুইডেন দূতাবাস থেকে স্লোভেনিয়ার ভিসা আবেদন করা যায় তাও আবার ইন্টার্ভিউ ব্যতীত।স্লোভেনিয়া ভিসা আবেদন

সঠিক তথ্যটি হল, স্লোভেনিয়ায় আপনার পড়াশোনার ডিউরেশন যদি ৬ মাসের অধিক হয় তাহলে অবশ্যই আপনাকে টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে আর এর জন্য বাধ্যতামূলক ভারতের নিউ দিল্লি যেতেই হবে।

উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীকে স্লোভেনিয়ার টেম্পোরারি রেসিডেন্স পারমিট আবেদন করতে হবে।  আপনি ১ বছরের টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন। এর ভিসা প্রসেসিং সময় ১-২ মাস লাগবে।

আমাদের ভিসা প্রসেসিং ফি  ১৮০০টকা (অর্থ প্রদানের জন্য এখানে ক্লিক করুন)

তো ঘোরে আসুন প্রকৃতির অপার্থিব সৌন্দর্য এই দেশে

স্লোভেনিয়ায় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৬ মাসের বেশি থাকতে হবে)
  • সাম্প্রতিক তোলা দুই কপি ছবি। সাদা পটভূমিতে ছবি তুলতে হবে, চোখে কালো চশমা বা মাথায় টুপি জাতীয় কিছু রাখা যাবে না আর ছবিতে অবশ্যই পুরো মুখমণ্ডল আসতে হবে।
  • ভ্রমণ শেষ হওয়ার পরও অন্তত ছয় মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট জমা দিতে হবে।
  • পাসপোর্টের ডাটা পেজগুলোর ফটোকপি যুক্ত করতে হবে।
  • অন্তত ৩০ হাজার ইউরো মূল্যমানের স্বাস্থ্য বীমা প্রয়োজন হবে।
  • জমা দেয়া প্রতিটি কাগজের মূলকপির সাথে একটি করে ফটোকপিও দিতে হবে।
  • আবেদনপত্রের ভাষা অথবা ফর্মের ঘরগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। সুইডিশ, ডেনিশ, অথবা নরওয়েজিয়ান ভাষাতেও পূরণ করা যাবে।
  • শিশুদের ক্ষেত্রে বাবা মা বা বৈধ অভিভাবকের অনুমতিপত্র জমা দিতে হবে। এছাড়া শিশুদের ভিসা আবেদনের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকে অবশ্যই দূতাবাসে উপস্থিত থাকতে হবে।
  • প্রতিটি ভিসার জন্য প্রায় ৬০ ইউরো সমপরিমাণ টাকা এডমিনিস্ট্রেশন ফি হিসেবে জমা দিতে হয়। ভিসা সাক্ষাতকারের পরপরই এই ফি দিতে হয়।

অন্যান্য প্রয়োজনীয় তথ্য:

  • স্লোভেনিয়ায় ভ্রমণের নির্ধারিত তারিখের চার থেকে ছয় সপ্তাহ আগে ভিসা আবেদনপত্র জমা দেয়া উচিত।
  • সাধারণত ১২-১৫ কর্মদিবসের মধ্যেই পোল্যান্ড ভিসা ইস্যু হয়ে যায়। তবে কখন কখন ১ মাস পর্যন্ত লাগতে পারে।
  • ভিসা ইস্যু হওয়ার পর পাসপোর্ট সংগ্রহের সময়ই ভিসা কিভাবে দেয়া হয়েছে সেটা দেখে নেয়া উচিত। কোন সমস্যা থাকলে সাথে সাথেই ভিসা কাউন্টারে জানাতে হবে।
  • শুধু ভিসা আবেদনের সময়ই নয়, স্লোভেনিয়ায়  প্রবেশের সময়ও আর্থিক সামর্থ্যের প্রমাণ দেখাতে হয়। কারণ সেনজেন ভিসাই স্লোভেনিয়ায় প্রবেশের একমাত্র নিশ্চয়তা নয়। তাই আর্থিক সামর্থ্যের প্রমাণ ভ্রমণের সময় সাথে রাখতে হবে।

উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীকে স্লোভাকিয়া টেম্পোরারি রেসিডেন্স পারমিট আবেদন করতে হবে।  আপনি ১ বছরের টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করবেন এবং আপনার আবেদনের পর স্লোভাকিয়া ফরেন পুলিশ জমা দেওয়ার সকল কাগজপত্র এবং ইন্টার্ভিউ পারফর্মেন্স যাচাই বাচাই করবে।

যদি স্লোভেনিয়ায় ফরেন পুলিশ আপনার আবেদন এপ্রুভ করে তাহলে আপনাকে টেম্পোরারি রেসিডেন্স পারমিট কার্ড দেওয়া হবে। এই কার্ড ব্যাবহার করেই আপনি স্লোভেনিয়ায়  ফ্লাই করতে পারবেন। স্লোভাকিয়া টেম্পোরারি রেসিডেন্স পারমিট প্রসেসের ২-৩ মাস সময় নেয়।

নিউ দিল্লির স্লোভেনিয়া দূতাবাসের সংক্ষিপ্ত বিবরনঃ

 

  • নিউ দিল্লির স্লোভেনিয়া দূতাবাসের ঠিকানাঃ A – 5/4, Vasant Vihar New Delhi 110 057 India
  • ওয়েভসাইটঃEmbassy of Slovenia in New Delhi
  • দূতাবাসের অফিশিয়াল ই-মেইলঃnewdelhi@gov.si
  • ফোন নাম্বারঃ + 91 11/ 41662893
  • ওপেনিং হাওয়ারঃ সোমবার – বৃহস্পতিবার: ১০.০০ এম – ১২.৩০ পিএম এবং পাসপোর্ট বা ভিসা সংগ্রহের সময় সোম থেকে বৃহস্পতিবার, বেলা ৩.০০ পিএম থেকে ৪ পিএম

 ভিসা আবেদন প্রোসেস সংক্রান্ত:

যোগাযোগ করুন আমাদের ভিসা সহায়ক ব্যবাস্হাপক এর সাথে

মোবাইল:(+88) 01978569293)

ওয়েবসাইট:  www.airwaysoffice.com
ই-মেইল: myvisaapplicationinfo@gmail.com

স্টুডেন্ট ভিসা/লং টার্ম ভিসার আবেদনের প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা

  • নিজ হাতে পূরণকৃত লং টার্ম ভিসা আবেদন ফর্ম 
  • ভিসা আবেদন ফর্মের জন্য ২ কপি ৪৫*৩৫ mm সাইজের ছবি। বেকগ্রাউন্দ অবশ্যই সাদা হবে। ছবিতে অবশ্যই আপনার ফেইস বড় দেখাতে হবে। ছবিটি কিভাবে উঠাতে বলবেন তাঁর একটি আইডিয়া দিচ্ছি। ছবির নিচের অংস টুকু আপনার গলার একটু নিচ থেকে হবে। ছবির সাইডে কোন প্রকার বোয়ারডার হবে না। ছবিতে এডিটিং কম করতে বলবেন। ছবি হতে হবে নেচারাল।
  • মুল পাসপোর্ট
  • পাসপোর্টের সাদাকালো ১কপি ফটোকপি (শুধুমাত্র ইনফরমেসান পেইজ)
  • এডমিসান লেটার
  • ১ বছরের একোমোডেসান লেটার
  • ট্র্যাভেল হেলথ ইনস্যুরেন্স। যেটা অবশ্যই ১ বছরে ৩০,০০০ ইউরো মেডিক্যাল কস্ট কভার করবে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন অনুমোদিত ইনস্যুরেন্স কোম্পানি থেকে ক্রয় করতে হবে।
  • অরিজিনাল শেষ ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সার্টিফিকেট (অবশ্যই ব্যাংক একাউন্ট শিক্ষার্থীর নামে হতে হবে এবং কমপক্ষে ৭,০০,০০০ টাকার ব্যালেন্স থাকতে হবে)
  • অরিজিনাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

 

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কেড শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৭৬৮২৩২৩১১