শের-এ-বাংলা ট্রান্সপোর্ট এজেন্সী একটি আন্তজেলা পণ্য পরিবহন সংস্থা। ২০১০ সালে এর যাত্রা শুরু হয়।প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বুকিং দেয়া যায়।
ঠিকানা
প্রধান অফিস
৫/৩, চম্পাতলীঘাট, বেড়ীবাধ, ঢাকা-১১০০।
মোবাইল ফোন: ০১৭৫৪১৩৬৫৫০, ০১৭৪২৬০৩৬৫২, ০১৮২৯৪৭৪৪০৭
শাখা
বাবু বাজার মাজারের পাশে ব্রিজের নিচে এর একটি শাখা আছে।
মোবাইল ফোন: ০১৯৩৩-৮১৭১৫৫, ০১৭৩৬-১০৫৮৩৯
সময়সূচী
শুক্রবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বুকিং দেয়া যায়।
এদের মাধ্যমে যেসব জায়গায় মালামাল পরিবহন করা যায়
ক) বানেশ্বর- ০১৭১৬-২৫৯৮৫৬
খ) রাজশাহী- ০১৭৪১-৫৫০২৮৮
গ) চাঁপাই- ০১৮২৭-১৮১৬১৫
ঘ) নাচোল- ০১৯১৭-৬৯০১০৪
ঙ) রহনপুর- ০১৭৪০-৮৮৩৬৩২
পণ্য প্রেরণের নিয়মাবলী
পণ্য প্রেরণের ক্ষেত্রে হন্দর পদ্ধতিতে মাশুল নির্ধারিত হয়। এক হন্দর অর্থ ৫০ কেজি। এক হন্দরের জন্য ৫০ টাকা, ২ হন্দরের জন্য ১০০ টাকা এভাবে মাশুল নির্ধারণ করা হয়। মালপত্র পরিবহনের জন্য পুরো ভাড়াই অগ্রীম হিসেবে দিতে হয়। বুকিং এর অর্থ দেবার পর একটি রসিদ দেয়া হয়। এরপর মালপত্র ওঠানো নামানোর পুরো কাজটাই পরিবহন কর্তৃপক্ষ করে থাকে। ২৪ ঘন্টার মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়। শুক্রবার বাদে প্রতিদিন রাত ৯ টার পর এদের বাহন পণ্য নিয়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখানে প্রেরিত পণ্যের বীমা থাকে না। তবে পণ্য পরিবহনের সময় ক্ষতিগ্রস্ত হলে পরিবহন কর্তৃপক্ষ পুরো খরচ দিয়ে থাকে। আলোচনা সাপেক্ষে ক্ষতিপূরণের বিষয়টি নির্ধারিত হয়। ঢাকার প্রধান কার্যালয় এবং শাখা অফিস থেকে প্রতিদিন মালপত্র ওঠানো হয়।
প্যাকেট করা
এখান থেকে পণ্য প্যাকেট করার কোন কোন সুযোগ নেই। কাজেই পণ্য প্রেরণের সময় প্যাকেট করে নিয়ে যেতে হবে।
ট্রাক বা ভ্যান ভাড়া নেয়া
এখান থেকে কোন ট্রাক, ভ্যান ও কাভার্ড ভ্যান ভাড়া দেওয়া হয় না। তবে কেউ চাইলে গাড়ীর ব্যবস্থা করে দেওয়া হয়।
ব্যংকের বুথ
এই ট্রান্সপোর্ট এজেন্সীর প্রধান কার্যালয়ের পূর্ব দিকে ইসলামপুরে একটা ডাচ বাংলা ব্যাংকের একটি বুথ আছে আর ঠিক বিপরীত পাশেই আছে ন্যাশনাল ব্যাংকের বুথ।