সালাম এয়ার ফ্লাইট চালু করেছে চট্টগ্রাম-মাস্কাট রুটে

1529

সালাম এয়ার ফ্লাইট চালু করেছে চট্টগ্রাম-মাস্কাট রুটে

ঢাকার পর এবার চট্টগ্রামের আকাশে উরেছে ওমানভিত্তিক স্বল্প-আয়ের (লাে-কস্ট) বিমানসংস্থা সালাম এয়ার। গত ৭ অক্টোবর ২০১৯ ইং থেকে সপ্তাহে ৪ দিন মাসকাট-চট্টগ্রাম-মাসকাট রুটে চলাচল শুরু করছে সালাম এয়ার।

উদ্বোধনী টিকেট মূল্য মাস্কাট থেকে চট্টগ্রাম একমূখী (ওয়ানওয়ে) ৩০ রিয়াল থেকে শুরুর নির্ধারণ করা হয়েছে। হ্যান্ড ব্যাগেজ ৭ কেজি এবং লাগেজ ২০ কেজি। ৩০ ও ৪০ কেজি লাগেজের আলাদা প্যাকেজ আছে। টিকেট কেনার সময়ই বাড়িত মাসুল দিয়ে তা নিতে হবে।

গত বছরের ২৯ আগস্ট থেকে ঢাকা রুটে অপারেশন শুরু মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে অভিষেক হয় বিমানসংস্থাটির।

বর্তমানে চট্টগ্রাম-মাসকাট-চট্টগ্রাম রুটে রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ প্রতিদিন এবং ইউএস বাংলা এয়ারলাইন্স সপ্তাহে ৪ দিন চলাচল করছে।

২০১৭ সালের ৩০ জানুয়ারি বাণিজ্যিক পরিচালন শুরু করা সালাম এয়ার বর্তমানে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশে ২০টি গন্তব্যে চলাচল করছে।

বর্তমানে সালাম এয়ারলাইন্স দুবাই, দোহা, জেদ্দা, করাচি, মুলতান, কাঠমান্ডু, ঢাকা, রিয়াদ, কুয়েত, আবুধাবি, তেহরান, ইস্তাম্বুলসহ বেশ কিছু আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

 সালাম এয়ারলাইন্স গ্রাহকের জন্য নির্ধারিত পরিষেবা গুলো:

১)বিমানের টিকেট বুকিং
২) টিকিট বাতিলকরণ,
৩)টিকিটের সময় পরিবর্তন
৪)ভিসা সম্পর্কিত সেবা
৫) অনলাইন চেক ইন
৬)মালপত্র সম্পর্কিত তথ্য
৭) বিমানের তথ্য
৮) বিমানবন্দর সুবিধা সম্পর্কিত তথ্য
৯) বিমানের অভ্যন্তরীণ খবার ব্যবস্থা সম্পর্কিত তথ্য ইন
১০)মালপত্রের নিরপত্তা সম্পর্কিত তথ্য
১১)বহির্গমন সেবা সম্পর্কিত তথ্য
১২)বিমানের অভ্যন্তরীণ বিনোদন সম্পর্কিত তথ্য
১৩) বিমানের বিলম্ব জনিত সমস্যার সমাধান। ইত্যাদি

বাংলাদেশের বাজারে সালাম এয়ারলাইন্স ‍এর টিকিট বিক্রি করে এমন অনেক ট্র্যাভেল এজেন্ট রয়েছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য অনুমোদিত বিক্রয় এজেন্টগুলির একটি ট্র্যাভেলজু বিডি লিমিটেড বা জু ইনফোটেক (বাংলাদেশে শীর্ষস্থানীয় ট্র্যাভেল এজেন্ট) যারা বিমান শিল্প ও ভ্রমণ সংশ্লিষ্ট প্রযুক্তি গত দিক নিয়ে কাজ করে। সর্বোচ্চ সস্তা মূল্যে বিমানের টিকেট এবং অন্যান্য পরিষেবা পেতে ট্র্যাভেলজু বিডি লিমিটেড এর অফিসের ঠিকানায় যোগাযোগ করুন।

ঢাকাস্থ সালাম এয়ারলাইন্স বিক্রয় প্রতিনিধির অফিসে যোগাযোগের ঠিকানা:

ট্র্যাভেল জু বাংলাদেশ লিমিটেড  বা জু ইনফোটেক বাংলাদেশ লিমিটেড
রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,
হ্যাপি আর্কেট শপিং মল,
ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।
মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৮-৯৪,৯৫,০১৭৬৮২৩২৩১১
ইমেইলঃtravelzoobangladesh@gmail.com
সকাল ১০.৩০ টা থেকে রাত ৮.৩০টা পর্যন্ত(সপ্তাহে ৭ দিন খোলা)

সালাম এয়ারলাইন্স এর টিকিট কেনার জন্য যোগাযোগ করুন 

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কেড শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৭৬৮২৩২৩১১