সিলেট শহর থেকে ৫ মাইল উত্তর-পূর্ব দিকে বড়শাল এলাকায় এই বিমানবন্দরটি অবস্থিত। সিভিল এভিয়েশন অর্থোরিটি অব বাংলাদেশ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক এই বিমানবন্দরটি পরিচালিত হয়। এই বিমান বন্দরটি মূলত ডোমেস্টিক ফ্লাইট এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অল্প কিছু আন্তর্জাতিক ফ্লাইট এই বিমানবন্দর থেকে পরিচালনা করে থাকে।
চলাচলকারী এয়ারলাইন্সগুলো:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ইউনাইটেড এয়ারওয়েজ
রিজেন্ট এয়ারওয়েজ
নভো এয়ার
রুটগুলো:
ঢাকা – সিলেট
ঢাকা – জেদ্দা (শুধুমাত্র হজ মৌসুমে)
ঢাকা – লন্ডন
ঢাকা – দুবাই
ঢাকা – আবুধাবি