এম ভি পারাবত – ৯| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

995

ঢাকা থেকে নদীপথে দক্ষিণাঞ্চলের একটি রুট হল ঢাকা টু বরিশাল। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিভিন্ন কোম্পানীর একাধিক লঞ্চ এই রুটে যাতায়াত করে। এমনই একটি লঞ্চ হলো এম ভি পারাবত – ৯।

 

যোগাযোগ

  • যে কোন তথ্যের জন্য সদরঘাট অফিসে যোগাযোগ করা যায়।
  • ফোন নম্বর: +৮৮০১৭১১-২৭৬৫৯৭  এবং ০১৭১৭-৩৪৪৭৪৭  ,০১৭১১-৩৪৪৭৪৫

 

গন্তব্য ও ছাড়ার সময়

এই লঞ্চটি ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে রাত ৮.৩০ মিনিটে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়।

 

ধারণক্ষমতা

তিনতলা বিশিষ্ট এই লঞ্চে সর্বমোট ৬৪৭ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে।

 

আসনগুলো

  • এই লঞ্চটিতে তিন ধরনের আসন ব্যবস্থা বিদ্যমান।
  • (১) ১ম শ্রেণী/ভি.আই.পি।
  • (২) ২য় শ্রেণী/কেবিন।
  • (৩) ৩য় শ্রেণী/ডেক।

 

সুবিধা

  • ভি.আই.পি কেবিনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত,ডাবল বেড,এ্যাটার্চ বাথরুম,পরিপাটি সজ্জা, টেলিভিশন, ফ্রিজ রয়েছে।
  • ২য় শ্রেণীর সিঙ্গেল ও ডাবল কেবিনগুলোতে পরিপাটি সজ্জা, টেলিভিশন, সাউন্ড সিষ্টেম, চেয়ার-টেবিল।
  • ৩য় শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে সুপরিসর ডেক ব্যবস্থা। এই শ্রেণীর যাত্রীরা ডেকে বিছানা পেতে শুয়ে বসে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ডেকে বিনোদনের জন্য রঙ্গীন টেলিভিশন রয়েছে।

 

টিকেট মূল্য

শ্রেণী ধারনক্ষমতা ভাড়া ঈদের সময় ভাড়া
ডেক ২০০/- ২৪০/-
সিংগেল কেবিন ০১ ৮৫০/- ৯৫০/-
ডাবল কেবিন ০২ ১৬০০/- ১৯০০/-
ফ্যামিলি কেবিন ০২ ১৮০০/- ২৫০০/-
ভিআইপি কেবিন ০২ ৪০০০/- ৫০০০/-
০২ ৫০০০/- ৫৫০০/-
 

ডিলাক্স

০২ ১২০০/- ১৬০০/-

 

 

কেবিন সংখ্যা,বুকিং ও টিকেট

  • এই লঞ্চটিতে ভি.আই.পি কেবিন রয়েছে ২ টি।
  • দ্বিতীয় শ্রেণীর ডাবল ও সিঙ্গেল মিলিয়ে মোট ২২ টি কেবিন রয়েছে।
  • অগ্রীম কেবিন বুকিংয়ের জন্য যোগাযোগ নাম্বার – ০১৭১১-৩৪৪৭৪৭।
  • বুকিং নিশ্চিত করার জন্য লঞ্চ ছাড়ার কমপক্ষে ১.০০ ঘন্টা আগে লঞ্চে উপস্থিত হতে হবে।
  • যাত্রাকালে লঞ্চেই টিকেট পাওয়া যায়।
  • এছাড়া ফোনের মাধ্যমে অগ্রীম টিকেট বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে।
  • যাত্রা বাতিল করতে চাইলে যাত্রার ২ ঘন্টা পূর্বে জানাতে হয়।
  • ১২ বছরের কম বয়সী শিশুদের কোন টিকেট লাগে না।

 

 

সঙ্গে নেওয়া পণ্য  সামগ্রীর তালিকা ও কুলির মজুরি   

 

ক্রমিক নং বিবরণ মালামালের পরিমাণ মজুরী হার টাকায়
বিভিন্ন ধরনের লাগেজ / ব্যাগেজ

রাস্তা থেকে লঞ্চস্টিমার পর্যন্ত

অথবা লঞ্চ/স্টিমার থেকে রাস্তা পর্যন্ত পিঠে/মাথায়/হাতে বহযোগ্য।

(একজনা কুলির ক্ষেত্রে)

অনাধিক ১০ কেজি (১টি ব্যাগ) ১০/-
অনাধিক ২০ কেজি (১টি ব্যাগ) ২০/-
অনাধিক ৩০ কেজি (২টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (১টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৬০ কেজি (১টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ)           ৫০-
স্টীল/কাঠের আলমারী

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

প্রতিটি (সর্বোচ্চ ওজন ১০০ কে,জি পর্যন্ত) ১০০/-
কাপড়ের গাইট

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

(ভ্যান বা মাথায়)

প্রতিটি (৫০ কে.জি পর্যন্ত) ৫০/-
৫০ কেজির ঊধ্বে প্রতি ২০ কেজির জন্য ১০/-
কাঠের/স্টীলের খাট সাকুল্যে প্রতিটি ১০০/-
কাঠের /স্টীলের/বেতের টেবিল/চেয়ার প্রতিটি ২০/-
ফ্রিজ (সকল আয়তনের) প্রতিটি ৫০/-
টেলিভিশন (সকল ধরনের) প্রতিটি ২০/-
হার্ডওয়্যার মালামাল/ অন্যান্য মালামাল

(কার্টুন/প্যাকেট/ঝুড়ি ইত্যাদি)

৫০ কে.জি পর্যন্ত প্রতিটি ৪০/-
মোটর সাইকেল প্রতিটি ২৫/-
১০ বাইসাইকেল প্রতিটি ২০/-
১১ সিলিং ফ্যান/টেবিল ফ্যান/ অন্যান্য তৈজস পত্র প্রতিটি ২০/-

 

 

বিবিধ

  • জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেবার ব্যবস্থা থাকে।
  • লঞ্চ চরে আটকে গেলে অনেক সময় অন্য লঞ্চের সাহায্য নেয়া হয়। অনেক সময় লঞ্চ উদ্ধারের জন্য যাত্রীদেরও এগিয়ে আসতে হয়।
  • দূর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে সাধারণত ২ নম্বর সতর্ক সংকেত পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারে। ৩ নম্বর সংকেত দেখানো হলে আর চলাচল করে না।