বাংলাদেশ দূতাবাস কুয়েত ১ আগস্ট হতে খালেদিয়া থেকে মেসিলা ব্লক নম্বর -৭, রোড নম্বর- ১৬, বাড়ী নম্বর- ৯১ ও ৯৩ স্থানান্তরিত হয়েছে এ ঠিকানায়।
মঙ্গলবার (৩০ জুলাই) কাউন্সিলর দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় খালেদিয়া আগরে ঠিকানায় অফিস ফি সংক্রান্ত কনস্যুলার সেবাসমূহ যেমন, পাসপোর্ট, ভিসা, ট্রাভেল পারমিট, ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন, রিলেশন সার্টিফিকেট, জন্ম সনদ, নাম সংশোধন সনদ, আমমোক্তার নামা, একাডেমিক সার্টিফিকেট সত্যায়ন, ফটো সত্যায়ন এবং প্রত্যায়নপত্র ইত্যাদি কনস্যুলার সেবা চালু থাকবে।
আরো বলা হয়েছে, ১ আগস্ট থেকে ফি ব্যতীত কনস্যুলার সেবাসমূহ যেমন, মৃত্যু সংক্রান্ত সনদ, প্রবাসী সনদ, বিভিন্ন অভিযোগ সংক্রান্ত পত্রাদি প্রদান ও গ্রহণ করা হবে মেসিলা নতুন ঠিকানায়। এছাড়া ১৬ আগস্ট থেকে দূতাবাসের সকল কার্যক্রম নতুন ঠিকানায় পুরোদমে শুরু হবে।
সুত্রঃ যুগান্তর