কুষ্টিয়া জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। পূর্বে কুষ্টিয়া নদীয়া জেলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে) অন্তর্ভুক্ত ছিল। ১৮৬৯ সালে কুষ্টিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। হ্যামিলটন’স গেজেট প্রথম কুষ্টিয়া শহরের কথা উল্লেখ করে।
নামকরনের ইতিহাস:-
কোস্ট শব্দ থেকে কুষ্টিয়ার উৎপত্তি। হেমিলটনের গেজেটিয়ারে উল্লেখ্য করেন যে, স্থানীয় জনগণ একেকুষ্টি বলে ডাকত। কুষ্টি থেকে কুষ্টিয়া নামকরণ হয়েছে। ১৯৮৪ সালে ৬ টি থানা নিয়ে কুষ্টিয়া জেলা গঠিত হয়
ভৌগোলিক সীমানা:-
কুষ্টিয়া জেলার আয়তন ১,৬২১.১৫ বর্গকিলোমিটার । এর উত্তরে রাজশাহী, নাটোর ও পাবনা, দক্ষিণে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলা, পূর্বে রাজবাড়ী এবং পশ্চিমে মেহেরপুর জেলা ও ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত । কুষ্টিয়ার ভিতর দিয়ে বয়ে যাওয়া প্রধান নদীগুলো হল পদ্মা, গড়াই নদী, মাথাভাঙ্গা, কালীগঙ্গা ও কুমার নদী। জেলাটির গড় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮°সে এবং গড় সর্বনিন্ম তাপমাত্রা ১১.২°সে । এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১,৪৬৭ মি.মি.।
কুষ্টিয়া জেলা ৬টি উপজেলা
কুমারখালী উপজেলা
কুষ্টিয়া সদর উপজেলা
খোকসা উপজেলা
দৌলতপুর উপজেলা
ভেড়ামারা উপজেলা
মিরপুর উপজেলা
বিশিষ্ট ব্যক্তিত্ব:-
লালন শাহ্ – প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা;
ব্যারিস্টার এম,আমীর-উল-ইসলাম – বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা
প্যারীসুন্দরী দেবী – নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক
আন্দোলন করেন;
কাঙাল হরিনাথ – সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি;
জলধর সেন – ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক
মোহিনী মোহন চক্রবর্তী – প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী এন্ড
সন্স-এর প্রতিষ্ঠাতা;
গগন হরকরা – প্রখ্যাত সঙ্গীতজ্ঞ;
মীর মশাররফ হোসেন – প্রখ্যাত সাহিত্যিক;
অক্ষয়কুমার মৈত্রেয় – ইতিহাসবিদ, আইনজীবি ও সাহিত্যিক এবং বিজ্ঞান সম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃত;
মাহবুব উল আলম হানিফ – বর্তমান সংসদ সদস্য;
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) – অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী;
ড. রাধা বিনোদ পাল – প্রখ্যাত আইনজীবি, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয়বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী;
খগেন্দ্রনাথ মিত্র – খ্যাতনামা শিশু সাহিত্যিক।
ড. কাজী মোতাহার হোসেন – সাহিত্যিক, শিক্ষাবিদ, সঙ্গীতজ্ঞ ও দাবাড়ু;
বিখ্যাত খাবার:-
তিলের খাজা
বিখ্যাত স্থান:-
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহের কুঠিবাড়ি
বাউল সম্রাট ফকির লালন শাহের মাজার
মীর মশাররফ হেসেনের বাস্তুভিটা
ঝাউদিয়ার শাহী মসজিদ
আড়-য়া পাড়ার নফর শাহের মাজার
কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার
সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার
জর্জবাড়ী
মুহিষকুন্ডি নীলকুঠি
কালীদেবী মন্দির
মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’
ইসলামী বিশ্ববিদ্যালয়
রেইনউইক বাঁধ
পাকশী রেল সেতু
যেভাবে যাবেনঃ-
ঢাকা থেকে সরাসরি বাস কিংবা ট্রেইনে চেপে সরাসরি কুষ্টিয়া জেলা শহরে পৌঁছানো যায়। ঢাকার গাবতলি,সায়দাবাদ,মহাখালি বাস টার্মিনাল গুলো থেকে বাস পাওয়া যায়।কমলাপুর স্টেশন থেকে ট্রেইন যাত্রা শুরু হয়। তবে রেল সংযোগ খুলনা পর্যন্ত। খুলানা থেকে বাসে করে যেতে হয়।