ঝিনাইদহ জেলা | ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

1773

ঝিনাইদহ জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘাযতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্য মন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।

নামকরনের ইতিহাস:-

প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর-পশ্চিম দিকে নবগঙ্গা নদীর ধারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতিগড়ে ওঠে বলে জানা যায। কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সঙগ্রহরের জন্য এখানে ঝিনুক কিনতে আসতো। সে সময় ঝিনুক প্রাপ্তির স্থানটিকে ঝিনুকদহ বলা হত। অনেকের মতে ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই বলে। দহ অর্থ বড় জলাশয়, দহ ফার্সী শব্দ যার অর্ত গ্রাম। সেই অর্থে ঝিনুকদহ বলতে ঝিনুকের জলাশয় অথবা ঝিনুকের গ্রাম। ঝিনুক এবং দহ থেকেই ঝিনুকদহ বা ঝিনেইদহ যা রূপান্তরিত হয়ে আজকের এই ঝিনাইদহ।

ভৌগোলিক সীমানা:-

জেলার আয়তন ১৯৬৪.৭৭ বর্গ কিলোমিটার(৭৫৮.৬০ বর্গ মাইল)। ঝিনাইদহ জেলার পূর্ব পার্শ্বে মাগুরা জেলা, উত্তরে কুষ্টিয়া জেলা, দক্ষিণে যশোর জেলা ও পশ্চিমবঙ্গের ২৪ পরগণা, এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের ২৪ পরগণা ও বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা অবস্থিত। ৭টি নদ-নদী প্রবাহিত এ জেলার মধ্য দিয়ে: বেগবতী, ইছামতী, কোদলা, কপোতাক্ষ নদ, নবগঙ্গা নদী, চিত্রা নদী ও কুমার নদী। এ অঞ্চলের জলবায়ু উষ্ণ প্রকৃতির ও সমভাবাপন্ন। বার্ষিক গড় তাপমাত্রা ২২.২৪° সেলসিয়াস। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৫২.১৯০ সেন্টিমিটার।

প্রশাসনিক এলাকাসমূহ

কালীগঞ্জ উপজেলা

কোটচাঁদপুর উপজেলা

ঝিনাইদহ সদর উপজেলা

মহেশপুর উপজেলা

শৈলকুপা উপজেলা

হরিণাকুন্ডু উপজেলা

কৃতী ব্যক্তিত্ব:-

লতিফুর রহমান – বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা;

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর – আলেম, গবেষক, ইসলামিক চিন্তাবিদ, লেখক;

গোলাম মোস্তফা – কবি;

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান – বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ;

লালন শাহ – বাউল সাধক, গায়ক, গীতিকার;

মুস্তফা মনোয়ার – চিত্রশিল্পী;

পাগলা কানাই – সাধক

মনির খান – গায়ক;

বাঘা যতীন – বিপ্লবী;

বিখ্যাত খাবার:-

হরি ও ম্যানেজারের ধান

বিখ্যাত স্থান:

নলডাঙ্গা মন্দির

মিয়ার দালান

কেপি বসুর বাড়ি

গোড়ার মসজিদ

মিয়ার দালান

গলাকাটা মসজিদ

জোড়বাংলা মসজিদ

সাতগাছিয়া মসজিদ

জাহাজঘাটা হাসিলবাগ গাজী-কালু-চম্পাবতীর মাজার

বলু দেওয়ানের বাজার

দত্তনগর কৃষি খামার

শৈলকুপা শাহী মসজিদ ও মাজার

শৈলকুপা রামগোপাল মন্দির

মরমি কবি পাঞ্জু শাহের মাজার

শৈলকুপা শাহী মসজিদ

কামান্না ২৭ শহীদের মাজার

সিরাজ সাঁইয়ের মাজার

ঢোলসমুদ্র দীঘি

মল্লিকপুরের এশিয়ার বৃহত্তম বটগাছ

যেভাবে যাবেনঃ-

ঢাকা থেকে সরাসরি বাস কিংবা ট্রেইনে চেপে সরাসরি ঝিনাইদহ জেলা শহরে পৌঁছানো যায়। ঢাকার গাবতলি,সায়দাবাদ,মহাখালি বাস টার্মিনাল গুলো থেকে বাস পাওয়া যায়।কমলাপুর স্টেশন থেকে ট্রেইন যাত্রা শুরু হয়। তবে রেল সংযোগ খুলনা পর্যন্ত। খুলানা থেকে বাসে করে যেতে হয়।