গ্রীষ্মপ্রধান বাংলাদেশে মৃতদেহ দূরে নিয়ে যাওয়াটা অনেক সময় বেশ ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে ফ্রিজার ভ্যান বেশ সহায়ক। ঢাকায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল এরকম একটি সেবা চালু করেছে। ঢাকাসহ সারা দেশে এদের ফ্রিজার ভ্যান সেবা পাওয়া যায়। প্রতিটি ভ্যানে সর্বোচ্চ দু’টি মৃতদেহ বহন করা যায়। কারো ফ্রিজার ভ্যান প্রয়োজন হলে সরাসরি হাসপাতালে গিয়ে প্রাথমিক একটি পেমেন্ট করতে হবে। অবশ্য ফোন করলেও ভ্যান যথাস্থানে পৌঁছে যাবে। ফ্রিজার ভ্যান সার্ভিস হটলাইন ২৪ ঘন্টা খোলা থাকে।
প্রধান অফিসের ঠিকানা ও যোগাযোগ
জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতাল
৫৫, সাত মসজিদ রোড, ধানমন্ডি-৩০
ঝিগাতলা বাসস্ট্যান্ড, ঢাকা-১২০৯, বাংলাদেশ।
ফোন: +৮৮-৯৬৭২২৭৭, ৯৬৬৪০২৮-৯,
ফ্যাক্স: ৮৮-০২-৯৬৭৫৬৭৪
ই-মেইল: jbfh24@yahoo.com
ওয়েবসাইট: www.jbfh.org.bd
ভাড়া
- ঢাকার বাইরে যে কোন জেলা কিংবা বিভাগীয় শহরে প্রতি কিলোমিটারে খরচ হবে ৫০ টাকা ।
- রাজশাহী, রংপুর, চট্টগ্রাম প্রতি বিভাগের ক্ষেত্রে সমান ভাড়া প্রযোজ্য।
- ঢাকা শহরের ভেতর ফ্রিজার ভ্যান সেবা নিতে চাইলে প্রতি ঘন্টায় ১০০০ টাকা গুণতে হবে।
- আর ঢাকার বাইরে দূরে যেতে হলে একটি নির্ধারিত চুক্তি করে যাওয়া যায়, আবার কিলোমিটার প্রতি হিসাব করেও যাওয়া যায়। সেক্ষেত্রে প্রতি কিলোমিটারে ৪৫ টাকা করে গুণতে হবে। অবশ্য ঢাকার বাইরে গেলে ফেরত আসার ভাড়াও দিতে হবে। অর্থাৎ ৩০০ কিমি গেলে ৬০০ কিমি-এর ভাড়া দিতে হবে।
- প্রতি ঘন্টা বিলম্বের জন্য ১০০০ টাকা করে দিতে হবে।