বগুড়া উত্তরবঙ্গের একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ এর অন্তর্গত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। ইহা একটি শিল্পের শহর। এখানে ছোট ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বগুড়া জেলায় প্রাচীনতম ইতিহাস রয়েছে। বগুড়া জেলা পুন্ড্রবর্ধনের রাজধানী ছিল। যার বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। বগুড়া শহর করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত । বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত ।বগুড়া শহরে থেকে ১১ কিঃমিঃ উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল।
নামকরনের ইতিহাস:-
১২৮১-১২৯০ খ্রিস্টাব্দে দিল্লরি সুলতান গিয়াসউদ্দীন বলবনের ২য় পুত্র সুলতান নাসিরউদ্দীন বগরা খানবাংলার শাসনকর্তা নিযুক্ত হন। তাঁর নামানুসারে বগুড়া জেলার নামকরণ করা হয়েছে।
সীমানা:-
৮৮.৫০ ডিগ্রী পূর্ব থেকে ৮৮.৯৫ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে এবং ২৪.৩২ ডিগ্রী উত্তর থেকে ২৫.০৭ ডিগ্রী উত্তর অক্ষাংশে বগুড়া সদর উপজেলা অবস্থিত। বগুড়া জেলার উত্তরে গাইবান্ধা ও জয়পুরহাট জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ ও নাটোর জেলা, পূর্বে জামালপুর জেলা ও যমুনা নদী এবং পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত ।
উপজেলার সংখ্যা মোট ১২ টি।
সোনাতলা উপজেলা
আদমদিঘী উপজেলা
বগুড়া সদর উপজেলা
ধুনট উপজেলা
দুপচাঁচিয়া উপজেলা
গাবতলী উপজেলা
কাহালু উপজেলা
নন্দীগ্রাম উপজেলা
সারিয়াকান্দি উপজেলা
শেরপুর উপজেলা
শিবগঞ্জ উপজেলা
শাজাহানপুর উপজেলা
বিশিষ্ট ব্যক্তিত্ব:-
মেজর জিয়াউর রহমান (১৯৩৬-১৯৮১) বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং মহান মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান, প্রাক্তন প্রেসিডেন্ট
প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮), ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা
মোহাম্মদ আলী (মৃত্যু ১৯৬৯), কূটনীতিক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী
খাদেমুল বাশার (১৯৩৫-১৯৭৬), বীর উত্তম, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনী প্রধান
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭), সাহিত্যিক ও গল্পকার
মহাদেব সাহা, সাহিত্যিক
রোমেনা আফাজ, সাহিত্যিক
ড.মাহফুজুর রহমান, চেয়ারম্যান, এটিএন বাংলা ও এটিএন নিউজ
লুতফর রহমান সরকার, সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
গাজিউল হক (১৯২৯-২০০৯), ভাষা সৈনিক
এম. আর. আখতার মুকুল, (১৯২৯-২০০৪), লেখক এবং সাংবাদিক
তারেক রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান, বিএনপি
আলহাজ্ব মোহাম্মদ শোকরানা, সত্ত্বাধিকারী,হোটেল নাজ গার্ডেন
জি এম সিরাজ, চেয়ারম্যান, এস আর গ্রুপ
মুশফিকুর রহিম, জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়
শফিউল ইসলাম সুহাস- জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়
অপু বিশ্বাস, চলচ্চিত্র অভিনেত্রী
বিখ্যাত খাবার:-
দই
বিখ্যাত স্থান:-
মহাস্থানগড়
যেভাবে যাবেনঃ-
ঢাকা থেকে সরাসরি বাস কিংবা ট্রেইনে চেপে সরাসরি বগুড়া জেলা শহরে পৌঁছানো যায়। ঢাকার গাবতলি,সায়দাবাদ,মহাখালি বাস টার্মিনাল গুলো থেকে বাস পাওয়া যায়।কমলাপুর স্টেশন থেকে ট্রেইন যাত্রা শুরু হয়।