বে-ক্রুজার| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

599

বরিশাল  লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৭:০০ টায়  ‘বে-ক্রুজার’ নৌ-যান টি ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। ঘন্টায় ২৮ নটিক্যাল মাইল দ্রুত গতি সম্পূর্ন তিন তলা বিশিষ্ট এই স্পীড বোডটির আসন সংখ্যা ৩০০।

 

প্রধান কার্যালয়

বাড়ী # ৩৬৬/২,  রোড #  ০৬,

বারিধারা ডি ও এইচ এস,  ঢাকা।

ফোন: +৮৮-০২-৮৪১৭৫৪৭

মোবাইল: +৮৮-০১৭৭৬-২৮৪৬০১

ঢাকা অফিস

সদরঘাট

মোবাইল:  +৮৮-০১৭৫৫-৬১৯২২৬,  ০১৭৫৫-৬১৯২২৭

বরিশাল অফিস

বরিশাল টার্মিনাল

মোবাইল:  +৮৮-০১৭৫৫-৬১৯২৩০,  ০১৭৫৫-৬১৯২৩১

যাত্রা শুরু 

বরিশাল-ঢাকা নৌ রুটে  ২৮ শে এপ্রিল ২০১৩ ইং রোজ রবিবার যাত্রা শুরু করে বিলাস বহুল নৌ-যান এক্সপ্রেস সার্ভিস বে-ক্রুজার।  ২৮ শে এপ্রিল ২০১৩ ইং বিকাল ২ টায় ঢাকার সদরঘাট থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যায়। ডে সার্ভিসে এ নৌ যানটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগে মাত্র ৪ ঘন্টা। ইতিপূর্বে এ রুটে দিনের বেলা কোন সার্ভিস ছিল না।

 

ছাড়ার সময় সূচী

রুট  ঢাকা থেকে ছেড়ে যায়  পৌঁছার সময়  
ঢাকা থেকে বরিশাল  দুপুর ২:০০ টায়  ৬:০০ টায় (সন্ধা)
বরিশাল থেকে  ঢাকা  সকাল ৭:০০ টায়  ১১:০০ টায় (সকাল)

 

আসন বিন্যাস

৩০০ আসন বিশিষ্ট নৌযানটিতে তিন শ্রেণীর আসন রয়েছে।

  • রজনীগন্ধা,
  • হাসনা হেনা ও
  • কৃষ্ণচূড়া।

 

ভাড়া

আসনের নাম ভাড়া
কৃষ্ণচূড়া       (প্রথম শ্রেণী) ১২০০ টাকা
হাসনা হেনা  (দ্বিতীয় শ্রেণী) ১০০০ টাকা
রজনীগন্ধা    (তৃতীয় শ্রেণী)  ৮০০  টাকা

 

সুযোগ-সুবিধা

  • স্পীড বোডটি সম্পূর্ন শীতাতপনিয়ন্ত্রিত।
  • গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) রয়েছে।
  • আধুনিক নেভিগেশন ব্যবস্থা রয়েছে।
  • স্রোত ও গতির ভারসাম্য সুরক্ষিত করার মতো ব্যবস্থা রয়েছে।
  • নৌযানটিতে ভেরি হাই ডেফিনেশন (ডিএইচ) ও দুর্যোগ কোন দিক থেকে আসছে তা আগেই জানিয়ে দেয়ার জন্য ডিরেক্টরী ফাইন্ডিং (ডিএফ) রয়েছে।
  • কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ও নৌ-বাহিনীর কর্মকর্তারা যৌথ ভাবে এ নৌযানটি পরিচালনা করছেন।
  • ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে।
  • সিট তৈরী করা হয়েছে বিমানের সিটের ধরণ অনুসারে।

 

সঙ্গে নেওয়া পণ্য  সামগ্রীর তালিকা ও কুলির মজুরি 

ক্রমিক নং বিবরণ মালামালের পরিমাণ মজুরী হার টাকায়
বিভিন্ন ধরনের লাগেজ / ব্যাগেজ

রাস্তা থেকে লঞ্চস্টিমার পর্যন্ত

অথবা লঞ্চ/স্টিমার থেকে রাস্তা পর্যন্ত পিঠে/মাথায়/হাতে বহযোগ্য।

(একজনা কুলির ক্ষেত্রে)

অনাধিক ১০ কেজি (১টি ব্যাগ) ১০/-
অনাধিক ২০ কেজি (১টি ব্যাগ) ২০/-
অনাধিক ৩০ কেজি (২টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (১টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৬০ কেজি (১টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ)            ৫০-
স্টীল/কাঠের আলমারী

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

প্রতিটি (সর্বোচ্চ ওজন ১০০ কে,জি পর্যন্ত) ১০০/-
কাপড়ের গাইট

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

(ভ্যান বা মাথায়)

প্রতিটি (৫০ কে.জি পর্যন্ত) ৫০/-
৫০ কেজির বেশি  প্রতি ২০ কেজির জন্য ১০/-
কাঠের/স্টীলের খাট সাকুল্যে প্রতিটি ১০০/-
কাঠের /স্টীলের/বেতের টেবিল/চেয়ার প্রতিটি ২০/-
ফ্রিজ (সকল আয়তনের) প্রতিটি ৫০/-
টেলিভিশন (সকল ধরনের) প্রতিটি ২০/-
হার্ডওয়্যার মালামাল/ অন্যান্য মালামাল

(কার্টুন/প্যাকেট/ঝুড়ি ইত্যাদি)

৫০ কে.জি পর্যন্ত প্রতিটি ৪০/-
মোটর সাইকেল প্রতিটি ২৫/-
১০ বাইসাইকেল প্রতিটি ২০/-
১১ সিলিং ফ্যান/টেবিল ফ্যান/ অন্যান্য তৈজস পত্র প্রতিটি ২০/-

 

বিবিধ

  • জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে।
  • দূর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে সাধারণত ২ নম্বর সতর্ক সংকেত পর্যন্ত স্পীড বোডটি চলাচল করতে পারে। ৩ নম্বর সংকেত দেখানো হলে আর চলাচল করে না।