করোনা সংকটে ইন্দোনেশিয়ায় ব্যবসা গুটিয়ে নিচ্ছে এয়ারএশিয়া এক্স

554

করোনার কারণে ব্যবসায়িক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এয়ারএশিয়া এক্স বারহাদ। গত মার্চের শেষের দিক থেকেই মালয়েশিয়ার এয়ারএশিয়া গ্রুপ বারহাদের দূরপাল্লার ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এ অবস্থায় ইন্দোনেশিয়া থেকে নিজেদের কার্যক্রম গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এদিকে ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে থাই এয়ারএশিয়া এক্স থেকে নিজেদের ৪৯ শতাংশ মালিকানাও রাইট ডাউন করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি কোম্পানিটির ডেপুটি চেয়ারম্যান লিম কিয়ান ওন এক সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন।

ঋণের ভারে জর্জরিত এয়ারএশিয়া এক্স তাদের ব্যবসা টিকিয়ে রাখতে ব্যবসা পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে।
এর মাধ্যমে প্রায় ৬ হাজার ৩৫০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (১ হাজার ৫৩০ কোটি ডলার) ঋণ পরিশোধের পথ তৈরি করতে চাইছে তারা। অবশ্য এই পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী ও ঋণদাতাদের অনুমোদন নিতে হবে কোম্পানিটিকে।

 

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪