পাকিস্তানের ভিসা প্রসেসিং

4531

পাকিস্তানের ভিসা প্রসেসিং

 

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পাকিস্তান অন্যতম। প্রতিবছর অনেক পর্যটক পাকিস্তানে ভ্রমণে যায়। পাকিস্তানে যেতে চাইলে ভিসা প্রসেসিং এর জন্য পাকিস্তান দূতাবাসে যেতে হয়। পাকিস্তান হাই কমিশন থেকে বিজনেস ও ভিজিট ভিসা দেওয়া হয়। এজন্য রবিবার থেকে বুধবার ভিসা’র জন্য আবেদন জমা নেয়া হয় আর সবকিছু ঠিক থাকলে সাধারণত এক কর্মদিবসের মধ্যেই ভিসা ইস্যু হয়ে যায়। ভিসা আবেদনে আবেদনকারীর সাক্ষর এবং ছবি অবশ্যই থাকতে হবে। পাকিস্তানের ভিসা প্রসেসিং

পাকিস্তান হাই কমিশন ঠিকানা:
বাড়ি # ৭১, গুলশান # ২, ঢাকা- ১২১২।
ফোন: (০০৮৮০২) ৮৮২৫৩৮৮-৯
ফ্যাক্স: ৮৮৫০৬৭৩, ৮৮১৩৩১৬
ইমেইল:  pahicdhaka76@gmail.com

ভিসা প্রসেসিং এর সময়সূচী:

রবিবার থেকে বুধবার পর্যন্ত সকাল ৯.৩০ মিনিট থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত আবেদন পত্র জমা নেয়া হয়।

প্রসেসিং:

  • প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই ভিসা ডকুমেন্টসহ দূতাবাসের গেটে ৯ টার মধ্যে উপস্থিত থাকতে হবে।
  • ভিসার কার্যক্রম শেষ করতে দুই কর্মদিবস প্রয়োজন হয়। অনেক সময় এর চেয়ে বেশিও লাগতে পারে।
  • ভিসার কার্যক্রম শেষে পাসপোর্ট নির্ধারিত দিনে বিকাল ৪.৩০ টার দিকে ফেরত দিয়ে থাকে (রবিবার থেকে বুধবার)।
  • বৃহস্পতিবার ভিসা কার্যক্রম বন্ধ থাকে।

 প্রয়োজনীয় কাগজপত্র:

ভিসা আবেদনের জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হয়:

ভ্রমণ ভিসার জন্য:

  • নির্ভুলভাবে ভিসা ফরম পূরণ করতে হবে
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি
  • পূর্বের সকল পাসপোর্ট (যদি একাধিক পাসপোর্ট থাকে)
  • ব্যাংক স্টেটমেন্ট

বিজনেস ভিসা:

  • ট্রেড লাইসেন্স
  • লেটার অব ক্রেডিট (L/C)
  • ব্যাংক স্টেটমেন্ট (বিগত এক বছরের)
  • সদস্যপদ/ চেম্বারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
  • আমদানি/ রপ্তানি লাইসেন্স
  • ইনভাইটেশন অব রেসপেকটিভ সি সি এন্ড আই

জার্নালিস্ট ভিসা:


সাংবাদিকরা তথ্য মন্ত্রণালয় বা স্থানীয় মিডিয়ার মাধ্যমে অনুমতিপ্রাপ্ত সুপারিশকৃত চিঠির মাধ্যমে পাকিস্তানী ভিসার জন্য আবেদন করতে পারবেন। জার্নালিস্ট ভিসা সাধারণত এক মাস থেকে এক বছরের জন্য হয়ে থাকে এবং কোন কোন স্থান পরিদর্শন করা যাবে তা ভিসায় উল্লেখ করা থাকে। যদি উল্লেখিত স্থান ছাড়াও অন্য কোন স্থান পরিদর্শন করতে হয়, তাহলে পাকিস্তান তথ্য মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হয়।

আমাদের ভিসা প্রসেসিং ফি  ১৮০০টকা (অর্থ প্রদানের জন্য এখানে ক্লিক করুন)

 ভিসা আবেদন প্রোসেস সংক্রান্ত:

যোগাযোগ করুন আমাদের ভিসা সহায়ক ব্যবাস্হাপক এর সাথে

মোবাইল:(+88) 01978569293)

ওয়েবসাইট:  www.airwaysoffice.com
ই-মেইল: myvisaapplicationinfo@gmail.com

পাকিস্তান ভিসা ফরম:

নির্ধারিত ফরমে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে হয়। ফরমটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করতে নিচের লিংকটিতে ক্লিক করুন –

ডাউনলোড ভিসা ফরম

পাকিস্তানী ভিসা আবেদনের সময় আরও কোন তথ্য জানতে চাইলে অথবা অন্যান্য সমস্যা সমাধানের জন্য ই-মেইলেও পাকিস্তান ভিসা অনুসন্ধান কেন্দ্রের সাথে যোগাযোগ করা যায়। ভিসা পরামর্শ ও অন্যান্য সমস্যা সমাধানের জন্য info@pakistanvisa.com.pk এই ই-মেইলে যোগাযোগ করা যাবে।

পাকিস্তান আকর্ষণীয় জায়গাগুলির সংখ্যা এত বেশি যে আপনার নিজের দ্বারা কোনও ছুটির অনুষ্ঠান আঁকানো কেবল অসম্ভব, বিশেষত যদি কোনও ভ্রমণকারীদের এই দেশে থাকার অভিজ্ঞতা না থাকে। সুতরাং এয়ারওয়েজ অফিস নিম্নলিখিত ধরণের ট্যুর তৈরি করে।

 

  1. সারা বছর ভ্রমণ;
  2. Holidays ছুটির জন্য বুকিং;
  3. এয়ার টিকেটিং
  4. হোটেল বুকিং
  5. পেকেজ ট্যুর
  6. হেলিকপটার সার্ভিস
  7. টুরিস্ট ভিসা প্রসেসিং

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৭৬৮২৩২৩১১