সাতক্ষীরা জেলা | ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

1165

এক অনির্বচনীয় নান্দনিক অনুভবের প্রাচীন জনপদ সাতক্ষীরা একদা রাজা প্রতাপাদিত্যের যশোহর রাজ্যের অন্তর্গত ছিল। বারোভূঁইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী এ জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এলাকায়। সাতক্ষীরা বাংলাদেশের নৈঋত কোণে অবস্থিত, দক্ষিণ-পশ্চিমের জেলা; যার পূর্বে খুলনা, উত্তরে যশোর, পশ্চিমে পশ্চিমবংগের চব্বিশপরগনা এবং দক্ষিণে মায়াময় সুন্দরবন ও বঙ্গোপসাগর। এ জেলার অবিনাশী অহঙ্কার সুন্দরবন ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের অংশ, রামসার সাইট হিসাবে নির্বাচিত এবং অন্যতম প্রাকৃতিক সপ্তাশ্চর্য। এ অঞ্চলের মানুষের ভাষা, কৃষ্টি, জীবনবোধ, ধর্ম, পূজা-পার্বণ, সংস্কৃতি, পেশা, আচার-অনুষ্ঠান বৈচিত্র্যপূর্ণ এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনের প্রভাব পরিলক্ষিত হয়।

নামকরনের ইতিহাস:-

সাতক্ষীরা জেলার আদি নাম ছিল সাতঘরিয়া। চিরস্থায়ী বন্দোবস্তের সময় বিষ্ণুরাম চক্রবর্তী নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কর্মচারী হিসেবে ১৭৭২ সালে নিলামে এই পরগনা কিনে গ্রাম স্থাপন করেন। তাঁর পুত্র প্রাণনাথ চক্রবর্তী সাতঘর কুলীন ব্রাক্ষ্মণ এনে এই পরগনায় প্রতিষ্ঠিত করেন তা থেকে সাতঘরিয়া নাম হয়।

অবস্থান ও আয়তন:-

সাতক্ষীরা জেলার উত্তরে যশোর জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। অবস্থানগত দিক দিয়ে সাতক্ষীরা জেলার অবস্থান বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তে। উচ্চতার দিকে বিবেচনা করলে এ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক ১৬ ফুট উচুঁতে। জেলার সীমানা যেভাবে নির্ধারিত হয়েছে তাতে উত্তর-দক্ষিণে দীর্ঘ। তবে এ বিস্তীর্ণ অঞ্চলের সব অংশে জনবসতি নেই। এর মধ্যে প্রায় এক তৃতীয়াংশ বনাঞ্চল। সুন্দরবনের মধ্যে যে পরিমাণ ভূমি তার পরমাণ ১৪৪৫.১৮ বর্গ কিলোমিটার। ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে তাকালে এ জেলার পূর্বে খুলনা জেলা, পশ্চিমে চব্বিশ পরগণা জেলার (ভারত) বসিরহাট মহকুমা, উত্তরে যশোর জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর।

উপজেলাসমূহ

আশাশুনি উপজেলা

দেবহাটা উপজেলা

কলারোয়া উপজেলা

সাতক্ষীরা সদর উপজেলা

শ্যামনগর উপজেলা

তালা উপজেলা

কালীগঞ্জ উপজেলা

বিশিষ্ট ব্যক্তিত্ব:-

খান বাহাদুর আহ‌্ছানউল্লা – সমাজ সেবক, সাহিত্যিক শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক;

ডা: এম আর খান – জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ;

পচাব্দী গাজী – বিশ্ব বিখ্যাত বাঘ শিকারী

আজিজুননেছা খাতুন – প্রথম মুসলিম মহিলা কবি

ওস্তাদ শেখ মোঃ কাওছার আলী – সাহিত্যিক ও কন্ঠশিল্পী

মোহাম্মদ ওয়াজেদ আলী – একজন বাঙালি লেখক/কবি;

সিকান্দার আবু জাফর – বিশিষ্ট সাহিত্যিক;

আনিস সিদ্দিকী – বিশিষ্ট সাহিত্যিক (একুশে পদকপ্রাপ্ত);

জনাব তোয়াব খান – সাংবাদিক;

আবেদ খান – সাংবাদিক ও টিভি ব্যক্তিত্ব;

অমর মিত্র (৩০ আগস্ট, ১৯৫১)

মনোজ মিত্র (২২ ডিসেম্বর, ১৯৩৮) একজন বাঙালি থিয়েটার,চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা এবং

নাট্যকার।

শাহরিন বিনতে আনোয়ার – সেনাবাহিনীর প্রথম মহিলা পাইলট

সাবিনা ইয়াসমিন – প্রখ্যাত কণ্ঠশিল্পী;

নীলুফার ইয়াসমীন – বিশিষ্ট কণ্ঠশিল্পী;

রানী সরকার – বিশিষ্ট চলচিত্র অভিনেত্রী;

বিখ্যাত খাবার:-

সন্দেশ

বিখ্যাত স্থান:-

সুন্দরবন

মান্দারবাড়িয়া সমুদ্রসৈকত

যশোরেশ্বরী মন্দির

হরিচরণ রায়চৌধুরীর জমিদারবাড়ি ও জোড়া শিবমন্দির

যিশুর গির্জা

মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট

মায়ের মন্দির

মায়ি চম্পার দরগা

জোড়া শিবমন্দির

শ্যামসুন্দর মন্দির

চেড়াঘাট কায়েম মসজিদ

তেঁতুলিয়া জামে মসজিদ

গুনাকরকাটি মাজার

বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির

টাউন শ্রীপুর

দেবহাটা থানা

প্রবাজপুর মসজিদ

নলতা শরীফ

যেভাবে যাবেনঃ-

ঢাকা থেকে সরাসরি বাস কিংবা ট্রেইনে চেপে সরাসরি সাতক্ষীরা জেলা শহরে পৌঁছানো যায়। ঢাকার গাবতলি,সায়দাবাদ,মহাখালি বাস টার্মিনাল গুলো থেকে বাস পাওয়া যায়।কমলাপুর স্টেশন থেকে ট্রেইন যাত্রা শুরু হয়।