প্রবাসী কল্যাণ কার্ড কি? | কেন এটি প্রয়োজন? | কি এর সুবিধা?
প্রবাসী ভাই বন্ধু সহকর্মীদের বিভিন্ন তথ্য সংবাদ সহ সৌদি আরবের আইন কানুন নিয়ম নীতি জানিয়ে সচেতন ও নিরাপদ প্রবাস যাপনে সহযোগিতা করতে ২০১৯ সালের মাঝামাঝি যাত্রা শুরু করে ‘প্রবাসের সাতকাহন-সাইফুল রাজীব’নামক একটি ফেসবুক পেইজ,পরবর্তীতে আমরা যুক্ত করি www.zoo.family নামে একটি অনলাইন নিউজ পোর্টাল।
প্রবাসীদের লোন বা ঋণ নিয়ে নানা অভিযোগ রয়েছে। সরকার প্রবাসীদের জন্য ৭০০ কোটি টাকা ঋণ সহায়তা রেখেছেন এই করোনা পরবর্তী সময়ের জন্য । কিন্তু কে কত টাকা পেয়েছেন। তাছাড়া ঋণ পেতে যে কাগজ এবং জামানত প্রয়োজন হয় তা খুবই কষ্টের জোগাড় করা। সেকারনে সরকার এবার সহজ শর্তে এবং মাত্র চার শতাংশ সুদে ঋণ দিচ্ছে প্রবাসীদের। বিশেষ করে যারা করোনার কারনে দেশে ফিরেছেন নিস্ব হাতে তারা পাচ্ছেন সহজ সর্তের এই ঋণ। প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিটি শাখা থেকে এই ঋণ দেয়া হয়।
প্রবাসী কল্যাণ কার্ড কি? | কেন এটি প্রয়োজন? | কি এর সুবিধা? Call or WhatsApp us for Cheap Air ticket and hotel booking: +8801312569295
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পেতে কি কি প্রয়োজন।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ পেতে কি কি প্রয়োজন তা এখানে ব্যাখ্যা করা হলো। মূলত চার ধরনের ঋণ রয়েছে। করোনার কারনে দেশ ফিরেছেন এমন প্রবাসীদের জন্য বিশেষ পুনর্বাসন ঋণ। যারা যে কোন সময় বিদেশ থেকে ফিরেছেন তাদের জন্য পুনর্বাসন ঋণ। যারা বিদেশ যেতে চান তাদের জন্য অভিবাসন ঋণ। যে ব্যক্তি বিদেশে আছেন তার পরিবারের বাবা মা ভাই বোন বা স্ত্রী এবং তার সন্তানরা এই বঙ্গবন্ধু অভিবাসী বৃহত পরিবার ঋণ পাবেন। বিশেষ পুনর্বাসন ঋণ চার শতাংশ সরল সুদে দেয়া হবে। পুনর্বাসন ঋণ মহিলাদের জন্য সাত শতাংশ এবং পুরুষদের জন্য নয় শতাংশ । অভিবাসন ঋনএবং বঙ্গবন্ধু অভিবাসী বৃহত পরিবার ঋণ নয় শতাংশ সুদের হারে দেয়া হবে।
Our organiser is: Airways Office | Travelzoo BD Ltd | zoo Info-Tech | Travel News BD | zooFamily