বাংলাদেশি যাত্রীর মুখে মাস্ক না থাকায় ফ্লাইট বাতিল

497

শিশু যাত্রীর মুখে মাস্ক না থাকায় বাতিল করা হয়েছে কানাডার একটি ফ্লাইট। একই সঙ্গে ডাকা হয়েছে পুলিশও।মঙ্গলবার সকালে ওয়েস্টজেট কর্তৃপক্ষের নেওয়া এ সিদ্ধান্ত নিয়ে অবশ্য দু্ই ধরনের বক্তব্য পাওয়া গেছে বলে জানা গিয়েছে।দুই শিশু সন্তান নিয়ে ৬৫২ ফ্লাইটে ক্যালগরি থেকে টরেন্টো যাওয়ার কথা ছিল

সাফওয়ান চৌধুরীর। তবে যাত্রা শুরুর আগেই মাস্ক বিতর্ক শুরু হয়। এরপর ফ্লাইট বাতিল ঘোষণা করে কর্তৃপক্ষ। নামিয়ে দেওয়া হয় অন্য যাত্রীদেরও। সাফওয়ান চৌধুরী বলেছেন, ওয়েস্টজেট তার ১৯ বছর বয়সী শিশুকে মাস্ক পরতে বলেছিল, তবে তার কান্নাই থামছিল না। এমন ঘটনার সাক্ষী আমি আগে কখনও হইনি।আর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, এই শিশুটি নয় বরং তার তিন বছর বয়সী শিশু মাস্ক না পরায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪