সুনামগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কিংবদন্তি এবং ঐতিহাসিক তথ্যাবলি থেকে অনুমান করা হয় যে, সুনামগঞ্জ জেলার সমগ্র অঞ্চল প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর রাজ্যের অন্তর্গত ছিল। জৈনিক মোঘল সিপাহি সুনামুদ্দির নামে সুনামগঞ্জের নামকরন করা হয় ।১৮৭৭ খ্রিস্টাব্দে সুনামগঞ্জকে মহকুমায় এবং ১৯৮৪ খ্রিস্টাব্দে জেলায় উন্নীত করা হয়।
নামকরনের ইতিহাস:-
“সুনামদি’ নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানাযায়। ‘সুনামদি’ (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিতকৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তাঁর দানস্বরূপপ্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তিহয়েছিল বলে মনে করা হয়ে থাকে।
ভৌগোলিক সীমানা:-
উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে সিলেট জেলা, দক্ষিণে হবিগঞ্জ জেলা, পশ্চিমে নেত্রকোনা জেলা ও কিশোরগঞ্জ জেলা।
সুনামগঞ্জ জেলার উপজেলাগুলো
সুনামগঞ্জ সদর উপজেলা
ছাতক উপজেলা
বিশ্বম্ভরপুর উপজেলা
দিরাই উপজেলা
ধর্মপাশা উপজেলা
দোয়ারাবাজার উপজেলা
জগন্নাথপুর উপজেলা
জামালগঞ্জ উপজেলা
তাহিরপুর উপজেলা
শাল্লা উপজেলা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
প্রখ্যাত ব্যক্তিত্ব:-
বাউল সম্রাট শাহ আব্দুল করিম (একুশে পদক পাপ্ত)
সৈয়দ শাহনুর, (১৭৩০- ১৮৫৪) একজন বাংলাদেশী মরমী কবি ও সাহিত্যিক। তিনি সাধক কবি ও পীর হিসেবে সমধিক পরিচিত।
রাধারমণ দত্ত, বা রাধারমণ দত্ত পুরকায়স্থ (১৮৩৩ – ১৯১৫) হলেন একজন বাংলা সাহিত্যিক, সাধক বৈঞ্চব কবি, ধামালি গান ও নৃত্যের প্রবর্তক।
হাসন রাজা, (২১ ডিসেম্বর, ১৮৫৪ – ৬ ডিসেম্বর, ১৯২২) বাংলাদেশের একজন মরমী কবি এবং জমিদার ।
দুর্বিন শাহ, মরমী কবি।
সৈয়দা শাহার বানু, (১৯১৪-১৯৮৩) ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক এবং সিলেটে নারী জাগরণের অগ্রদূত।
কামাল উদ্দিন মরমী সাধক, গীতিকার।
শাহ আবদুল করিম, (জন্ম: ১৫ ফেব্রুয়ারি, ১৯১৬ – মৃত্যু: ১২ সেপ্টেম্বর, ২০০৯) বাংলা বাউল গানের কিংবদন্তী।
শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া একজন মরমী সাধক ও গীতিকার । যিনি লিখেছেন দুই হাজারেরও উর্ধে গান
মুহাম্মদ আতাউল গণি ওসমানী (সেপ্টেম্বর ১, ১৯১৮ – ফেব্রুয়ারি ১৬, ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি।
আব্দুস সামাদ আজাদ, (১৫.০১.১৯২৬ – ২৭.০৪.২০০৫), রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী সরকারের রাষ্ট্রদূত, সাবেক এমপি, বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী এবং ৫ম সংসদের বিরোধী দলীয় উপনেতা।
সুরঞ্জিত সেনগুপ্ত, রাজনীতিবিদ, সাবেক এমপি ও রেলমন্ত্রী, সংবিধান বিশেষজ্ঞ।
কাকন বিবি ১৯৭১ সালে সংঘটিত বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের এক বীরযোদ্দা, বীরাঙ্গনা ও গুপ্তচর।
সুহাসিনী দাস (জন্ম ১লা ভাদ্র ১৩২২ (বঙ্গাব্ধ) – মৃত্যু মে ২৫, ২০০৯) বাংলাদেশী নারী সংগঠক যিনি বৃটিশ বিরোধী এবং ভারতের স্বাধীনতা অন্দোলনের পূর্ব বাংলায় বিপ্লবী ভূমিকা পালন করেন।
আছিম শাহ সুফী সাধক, মরমী গীতিকার।
দেওয়ান মোহাম্মদ আজরফ, দার্শনিক ও একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক।
শাহেদ আলী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবী, একুশে পদকপ্রাপ্ত।
বিখ্যাত খাবার:-
দেসবন্ধুর মিষ্টি
বিখ্যাত স্থান:-
টাঙ্গুগুয়ার হাওর
হাছনরাজা মিউজিয়াম
লাউড়ের গড়
ডলুরা শহীদদের সমাধিসৌধ
টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
বাগবাড়ি টিলা
সেলবরষ জামে মসজিদ
সুখাইড় কালীবাড়ি মন্দির
কাহালা কালীবাড়ি
মহেষখলা কালীবাড়ি
তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নে হলহলিয়া গ্রামে রাজা বিজয় সিংহের বাসস্থানের ধ্বংসাশেষ
ধর্মপাশা জমিদারবাড়ি
তারামুন টিলা
বারিক টিলা এবং জাদুকাটা নদী
টাঙ্গুয়ার হাওড়
হাছনরাজা মিউজিয়াম
কিভাবে যাবেন:-
সড়ক পথে ঢাকা হতে সুনামগঞ্জের দূরত্ব ২৯৬ কিলোমিটার এবং রেলপথে ঢাকা হতে সিলেট রেল স্টেশনের দূরত্ব ৩১৯ কিলোমিটার; এখানে রেল যোগাযোগ নেই বিধায়, প্রথমে সিলেট এসে তারপর সুনামগঞ্জ আসতে হয়। রেল পথে কেবল মাত্র ছাতক আসার জন্য ব্যবস্থা রয়েছে কুলাউড়া (মৌলভীবাজার) জংশন স্টেশন থেকে।
ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল ও মহাখালী বাস স্টেশন থেকে সুনামগঞ্জে আসার সরাসরি দুরপাল্লার এসি ও নন-এসি বাস সার্ভিস আছে, এগুলোতে সময় লাগে ৫.৩০ হতে ৮ ঘন্টা।