মিশরের ভ্রমণ ভিসা

2044

মিশরের ভ্রমণ ভিসা

পিরামিডের দেশ মিশর ইসলামী শাসন আমলের ইতিহাস ও ঐতিহ্যের জন্য যেকোনো পর্যটকের কাছে খুবই আকর্ষণীয়। ভ্রমণের জন্য এখানে অসংখ্য পর্যটন এলাকা। মিশরীয় পিরামিড সহ এখানে রয়েছে নানা দর্শনীয় স্থান। ভ্রমণের জন্য মিশরে যেতে হলে যেতে হবে ঢাকায় অবস্থিত মিশরীয় দূতাবাসে। ঢাকায় অবস্থিত মিশর দূতাবাস গুলশান-২ এভিনিউ এভিনিউ এলাকার ৯০ নম্বর রোডের শেষ মাথায় রাস্তার উত্তর পাশে অবস্থিত।মিশরের ভ্রমণ ভিসা

ঠিকানা:

বাড়ি # ৯, সড়ক # ৯০, গুলশান # ২, ঢাকা-১২১২।

ফোন: +৮৮-০২-৮৮৫৮৭৩৭, +৮৮-০২-৮৮৫৮৭৩৮, +৮৮-০২-৮৮৫-৮৭৩৯

ফ্যাক্স: +৮৮-০২-৮৮৫৮৭৪৭

ই-মেইল: egypt.emb.dhaka@mfa.gov.eg

মিশরে যেতে হলে যেসব দেশের নাগরিকের আগমনের পূর্বেই ভিসা প্রয়োজন হয়:

আফগানিস্তান, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, চেচনিয়া, ক্রোয়েশিয়া, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, ইসরাইল, কাজাখস্তান, কির্গিজ, লেবানন, ম্যাকাও, ম্যাসিডোনিয়া, মালয়েশিয়া, মলদোভা, মন্টিনেগ্রো, মরক্কো, পাকিস্তান, প্যালেস্টাইন, ফিলিপিন্স, সার্বিয়া, স্লোভেনিয়া, শ্রীলঙ্কা, তাজিকিস্তান, থাইল্যান্ড, তিউনিসিয়া, তুর্কমেনিস্তান, ইউক্রেন, উজবেকিস্তান এবং সব আফ্রিকান দেশগুলোর।

বাংলাদেশের নাগরিকদের মিশরের ভিসা প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র:

  • কমপক্ষে ৬ মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট।
  • সাদা পটভূমিতে তোলা ২ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি।
  • যথাযথভাবে পূরনকৃত ভিসা ফরম।
  • ভ্রমণপথ বা বিমানের টিকিটের কপি।
  • বসবাসের জন্য রেসিডেন্স কার্ডের ফটোকপি।

ভিসা প্রক্রিয়াকরণের সময় নিয়ম:

  • ভিসার জন্য ব্যক্তিগতভাবে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। ভিসা প্রক্রিয়াকরণে ৭-১০ কর্ম দিবস সময় লাগতে পারে।
  • ভিসা আপনার পাসপোর্টের সাথে লাগিয়ে দেওয়া হবে এবং পাসপোর্ট আপনাকে ফেরত দেওয়া হবে।
  • ভিসার মেয়াদ হবে এর অনুমোদনের তারিখ হতে ৬ মাস পর্যন্ত।
  • মিশরীয় কনস্যুলেটে ভিসা ছাড়াও ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হবে। এর জন্য ৬ সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এবং এটি অবশ্যই ভিসা প্রসেসিং এর পূর্বেই করতে হবে।
  • ক্লিয়ারেন্সের জন্য ২ কপি ভিসা ফরম, ২ কপি ট্রাভেল ডকুমেন্ট, পাসপোর্টের ২ কপি ফটোকপি, ও ২ কপি পাসপোর্ট আকারের ছবি লাগবে।

যেসব দেশের নাগরিকের ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে হয়:

মায়ানমার, তিউনিসিয়া, বাংলাদেশ, ইরান, পাকিস্তান, সোমালিয়া, ইন্দোনেশিয়া, মরক্কো, থাইল্যান্ড, আলজেরিয়া, শ্রীলঙ্কা, লেবানন, ফিলিপাইন, ইরাক, মোল্দাভিয়া, প্যালেস্টাইন, কসোভো, ইথিওপিয়া, কাজাখস্তান, ইরিত্রিয়া, আফগানিস্তান, সুদান, ইসরাইল, জিবুতি, চাদ, মৌরিতানিয়া, নাইজার, কমোরোস, মালি, বুরুন্ডি, সিয়েরা লিওন, রুয়ান্ডা, ঘানা, লাইবেরিয়া ও নাইজেরিয়া।

 

ভিসা আবেদন জমাদান গ্রহণের সময়:

  • জমাদান: সোমবার থেকে বুধবার- সকাল ১০ টা থেকে ১১ পর্যন্ত
  • গ্রহণ: সোমবার থেকে বুধবার-বিকাল ৩টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
  • ৫ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেসিং সম্পন্ন হয়(কাগজপত্র ঠিকঠাক থাকলে)

ভিসা  ফি

সিঙ্গেল এন্ট্রি     ১,৯০০/

মাল্টিপল এন্ট্রি   ২,৮০০/

আমাদের ভিসা প্রসেসিং ফি  ১৮০০টকা (অর্থ প্রদানের জন্য এখানে ক্লিক করুন)

 ভিসা আবেদন প্রোসেস সংক্রান্ত:

যোগাযোগ করুন আমাদের ভিসা সহায়ক ব্যবাস্হাপক এর সাথে

মোবাইল:(+88) 01978569293)

ওয়েবসাইট:  www.airwaysoffice.com
ই-মেইল: myvisaapplicationinfo@gmail.com

মিশরের আকর্ষণীয় জায়গাগুলির সংখ্যা এত বেশি যে আপনার নিজের দ্বারা কোনও ছুটির অনুষ্ঠান আঁকানো কেবল অসম্ভব, বিশেষত যদি কোনও ভ্রমণকারীদের এই দেশে থাকার অভিজ্ঞতা না থাকে। সুতরাং এয়ারওয়েজ অফিস নিম্নলিখিত ধরণের ট্যুর তৈরি করে।

 

  1. সারা বছর ভ্রমণ;
  2. Holidays ছুটির জন্য বুকিং;
  3. এয়ার টিকেটিং
  4. হোটেল বুকিং
  5. পেকেজ ট্যুর
  6. হেলিকপটার সার্ভিস
  7. টুরিস্ট ভিসা প্রসেসিং

 

ভিসা প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

 

০১. পাসপোর্ট
০২. বিগত ছয় মাসের ব্যাংক এস্টেটমেন্ট ও সলভেন্সি
০৩. ট্রেড লাইসেন্স ( ইংলিশ ট্রানসেলেট এন্ড নোটারিজ)
০৪. চাকুরীজিবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ছুটির দরখাস্ত
০৫. প্রতিষ্ঠানের ব্লাংক প্যাড ও ভিজিটিং কার্ড
০৬. চাকুরীজিবীদের অফিস আইডি কার্ডের ফটোকপি
০৭. ভোটার আইডি কার্ডের ফটোকপি
০৮. টি.আই.এন সার্টিফিকেট , ইনস্যুরেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
০৯. ছবি (২কপি)
১০. স্পাউস ভোটার আইডি
১১. বাচ্চাদের স্কুল আইডি/জন্ম সনদের ফটোকপি
১২. ইউ. এস. এ, ইউ. কে ও ইউরোপের এর ক্ষেত্রে সম্পত্তির বিবরন

 

 

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ। মোবাইল নাম্বার: ০১৭৬৮২৩২৩১১