এম ভি সৈকত-৯| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

885

এম ভি সৈকত-৯ লঞ্চটি ঢাকা আমতলী রুটে চলাচল করে। ঢাকার সদরঘাটে সরাসরি গিয়ে পুরো লঞ্চটি রিজার্ভও করা যেতে পারে। লঞ্চটির ধারণক্ষমতা ৩৬৩ জন। লাইফ বয়া রয়েছে ৬৯টি।

 

যোগাযোগ

  • সদরঘাট  অফিসে যোগাযোগ করা যেতে পারে যেকোন তথ্যের জন্য। যোগাযোগের ফোন নম্বর: +৮৮০১৭১০-৯৫৭৭৫৩ 

 

যাত্রার সময়

  • এম ভি সৈকত-৯ ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে একদিন পর পর আমতলীর উদ্দেশ্য ছেড়ে যায়। ঈদের সময়ও একদিন পর পর আমতলীর উদ্দেশ্য ছেড়ে যায়।

 

ঢাকা থেকে  ছাড়ে আমতলী পৌঁছে
বিকাল ০৫.০০ টা সকাল ০৬.০০ টা
আমতলী থেকে  ছাড়ে ঢাকা পৌঁছে
বিকাল০৩.৩০ টা পরের দিন সকাল ০৭.০০/০৭.৩০ টা

 

 

ঢাকা আমতলী রুটে চলাচল করা লঞ্চগুলোর যোগাযোগ নম্বর নিচে তুলে দেওয়া হল :

লঞ্চের নাম যোগাযোগ
এম ভি সৈকত-৮ ০১৭১৯৭৬৫৬৮৮
এম ভি সৈকত-৯ ০১৭১০৯৫৭৭৫৩

 

 

কেবিন বুকিং

  • ঈদের সময় কেবিন বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করতে হয় । ফোনে বুকিং দেওয়া যায় না ।
  • ঈদ ব্যতীত অন্য সময়ে ফোনে কেবিন বুকিং দেওয়া যায় । ফোনে বুকিং দিলে লঞ্চ ছাড়ার কমপক্ষে ১ ঘন্টা ৩০ মিনিট আগে লঞ্চে উপস্থিত থাকতে হয়।

 

 

ধারণক্ষমতা  ভাড়া

  • লঞ্চের কেবিনগুলোতে ধারনক্ষমতার অতিরিক্ত প্রত্যেক যাত্রীর জন্য একটি করে ডেকের টিকেট সংগ্রহ করতে হয়।
  • এম ভি সৈকত-৯ এ ০৮টি ডাবল কেবিন ও ০২ টি সিংগেল কেবিন রয়েছে।

 

শ্রেণী ধারনক্ষমতা ভাড়া
ডেক ২৫০/-
সিংগেল কেবিন ০১ ৮০০/-
ডাবল কেবিন ০২ ১৫০০/-

 

 

সঙ্গে নেওয়া পণ্য  সামগ্রীর তালিকা ও কুলির মজুরি   

 

ক্রমিক নং বিবরণ মালামালের পরিমাণ মজুরী হার টাকায়
বিভিন্ন ধরনের লাগেজ / ব্যাগেজ

রাস্তা থেকে লঞ্চস্টিমার পর্যন্ত

অথবা লঞ্চ/স্টিমার থেকে রাস্তা পর্যন্ত পিঠে/মাথায়/হাতে বহযোগ্য।

(একজনা কুলির ক্ষেত্রে)

অনাধিক ১০ কেজি (১টি ব্যাগ) ১০/-
অনাধিক ২০ কেজি (১টি ব্যাগ) ২০/-
অনাধিক ৩০ কেজি (২টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (১টি ব্যাগ) ৩০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৬০ কেজি (১টি ব্যাগ) ৪০/-
অনাধিক ৪০ কেজি (২টি ব্যাগ)           ৫০-
স্টীল/কাঠের আলমারী

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

প্রতিটি (সর্বোচ্চ ওজন ১০০ কে,জি পর্যন্ত) ১০০/-
কাপড়ের গাইট

(একাধিক শ্রমিকের ক্ষেত্রে)

(ভ্যান বা মাথায়)

প্রতিটি (৫০ কে.জি পর্যন্ত) ৫০/-
৫০ কেজির ঊধ্বে প্রতি ২০ কেজির জন্য ১০/-
কাঠের/স্টীলের খাট সাকুল্যে প্রতিটি ১০০/-
কাঠের /স্টীলের/বেতের টেবিল/চেয়ার প্রতিটি ২০/-
ফ্রিজ (সকল আয়তনের) প্রতিটি ৫০/-
টেলিভিশন (সকল ধরনের) প্রতিটি ২০/-
হার্ডওয়্যার মালামাল/ অন্যান্য মালামাল

(কার্টুন/প্যাকেট/ঝুড়ি ইত্যাদি)

৫০ কে.জি পর্যন্ত প্রতিটি ৪০/-
মোটর সাইকেল প্রতিটি ২৫/-
১০ বাইসাইকেল প্রতিটি ২০/-
১১ সিলিং ফ্যান/টেবিল ফ্যান/ অন্যান্য তৈজস পত্র প্রতিটি ২০/-

 

 

বিবিধ

  • জরুরি প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা দেবার ব্যবস্থা থাকে।
  • লঞ্চ চরে আটকে গেলে অনেক সময় অন্য লঞ্চের সাহায্য নেয়া হয়। অনেক সময় লঞ্চ উদ্ধারের জন্য যাত্রীদেরও এগিয়ে আসতে হয়।
  • দূর্যোগপূর্ণ আবহাওয়ার ক্ষেত্রে সাধারণত ২ নম্বর সতর্ক সংকেত পর্যন্ত লঞ্চ চলাচল করতে পারে। ৩ নম্বর সংকেত দেখানো হলে আর চলাচল করে না।