ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিহাদ এয়ারওয়েজ

746

ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে ইতিহাদ এয়ারওয়েজ।  আগামী ৮ অক্টোবর থেকে ঢাকা-আবুধাবি রুটে ফ্লাইট চালাবে সংস্থাটি। আপাতত সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র এ তথ্য জানায়।

ইতিহাদ এয়ারওয়েজ জানায়, প্রাথমিকভাবে ঢাকা থেকে আবুধাবিতে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা থেকে আবুধাবি হয়ে নিউইয়র্ক, শিকাগো, টরন্টো, লন্ডন, মিলান, প্যারিস, ব্রাসেলস ও ফ্রাঙ্কফুর্টসহ বিশ্বের নানা গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

২০১৮ সালে নানা কারণে ঢাকায় ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয় ইতিহাদ। প্রায় আড়াই বছর পর আবারও বাংলাদেশে কার্যক্রম শুরু করছে এয়ারলাইন্সটি।

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪