এনা পরিবহন| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

3286

এনা পরিবহন

এনা ট্রান্সপোর্ট (প্রা:) লি: যাত্রা শুরু করে ১৯৯৮ সালে। ঢাকা থেকে বৃহত্তর ময়মনসিংহ এলাকায় চলাচল করে এনা ট্রান্সপোর্টের বাস সার্ভিস। এই পরিবহনের বাসগুলো নন-এসি।

 

প্রধান কার্যালয়ের ঠিকানা

বাসা– ২৩, রোড– ৮, ব্লক– এ, মিরপুর – ১২, ঢাকা – ১২০৬।

যোগাযোগের মোবাইল নম্বর- ০১৯২৪-৭৬৪৫৭১, ০১৭১৬-১৩১৪৮১।

 

গন্তব্য

এনা ট্রান্সপোর্টের বাস ঢাকা থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, নেত্রকোণা, জামালপুর এবং শেরপুর জেলায় চলাচল করে থাকে।

 

কাউন্টার

মহাখালী আন্ত:জেলা বাসটার্মিনাল ছাড়াও শহরের কাকলী, বনানী ও টঙ্গীতে এই কোম্পানীর কাউন্টার রয়েছে।

 

গাড়ী ছাড়ার সময়

ভোর পাঁচটা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রতি আধাঘন্টা পরপর গাড়ী চলাচল করে। রাতে কোন গাড়ী চলাচল করে না। জেলা অনুযায়ী গাড়ি ছাড়ার সময়সূচী নিম্নরুপ

  • ময়মনসিংহ – সকাল ৫.৩০ টা
  • নেত্রকোণা – ৬.০০ টা
  • জামালপুর – ৬.৩০ টা
  • শেরপুর – ৭.৩০ টা
  • টাঙ্গাইল – ৮.০০ টা

 

টিকেটের মূল্য

এই বাস কোম্পানীতে অগ্রীম টিকেট কাটার কোন ব্যবস্থা নেই। তবে ফোনের মাধ্যমে সিট বুকিং দেওয়ার ব্যবস্থা রয়েছে। টিকেট ফেরত দিতে হলে কমপক্ষে ১ ঘন্টা আগে কাউন্টার কর্তৃপক্ষকে অবহিত করতে হয়। এখানে লাইন ধরে টিকেট সংগ্রহ করতে হয়। ঈদের সময়ও লাইন ধরে টিকেট কাটতে হয়। ঢাকা থেকে গন্তব্য অনুসার ভাড়ার হার নিম্নরুপ-

  • ময়মনসিংহ ১৮০ টাকা
  • শেরপুর ২৫০ টাকা
  • জামালপুর ৩০০ টাকা
  • টাঙ্গাইল ২২০ টাকা
  • নেত্রকোণা ২২০ টাকা।

 

যাত্রী সেবা

  • একজন যাত্রী সর্বোচ্চ ১০ কেজি পরিমাণ পণ্য বহন করতে পারে। ১০ কেজির বেশি পণ্য বহন করলে কেজি প্রতি ৫ টাকা হারে চার্জ প্রদান করতে হয়।
  • ৪০ সিটের বাসে অতিরিক্ত যাত্রী বহনের ব্যবস্থা নেই।
  • গাড়ির সকল যাত্রী বীমাকৃত।
  • বাসের ভিতর ধুমপান সম্পূর্ণরূপে নিষেধ।
  • যাত্রাকালে কোন ব্যাগ, লাগেজ হারিয়ে গেলে কোম্পানীর টোকেন ব্যবস্থা থাকলে কোম্পানী এর দায়ভার নেই।
  • গন্তব্যে পৌছানো পর্যন্ত টিকেট সংরক্ষণ করতে হয়।
  • বাস ছাড়ার ২০ মিনিট পূর্বে যাত্রী সাধারণকে কাউন্টারে উপস্থিত থাকতে হবে।
  • যাদের বাসে চরলে বমি হয় তাদের জন্য পলিথিন সরবরাহের ব্যবস্থা রয়েছে। সুপারভাইজারের কাছে চাইলে সে তা সরবরাহ করে থাকে।

 

বিবিধ

  • এই গাড়িতে দাড়ানো কোন যাত্রী নেওয়া হয় না।
  • নন এসি বাসের বিনোদন ব্যবস্থা সাউন্ড সিস্টেম, সিডি, ভিসিডি দেখানো।
  • পিকনিক, বিয়ে, সমাবেশ ও অনুষ্ঠানের জন্য মহাখালী টার্মিনাল কাউন্টার বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে হয়।  ইত্যাদি অনুষ্ঠানে গাড়ি ভাড়া নেওয়ার জন্য কাউন্টারে যোগাযোগ করলেই হয়।
  • ঢাকা শহরের অভ্যন্তরে যাত্রী পরিবহনের জন্য আলাদা মিনিবাস সার্ভিস নেই।
  • শিশু, মহিলা ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোন সিটের ব্যবস্থা নেই।

    তথ্য সুত্রঃ- অনলাইন ঢাকা গাইড