২০ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর রুটের ফ্লাইট শুরু

384

২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স।নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে বিমানসংস্থাটি। প্রথম ধাপে সপ্তাহে দুটি কোরে ফ্লাইট পরিচালনা করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে আসবে। পরে ফিরতি ফ্লাইট হিসেবে ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে আবার ঢাকা ছাড়বে।এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা

ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট লাগবে না।তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইনে যেতে হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে।

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪