অগ্নিবীণা আন্ত নগর ট্রেন| ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

599

ঢাকা-তারাকান্দি রুটে চলাচলকারী আন্ত:নগর ট্রেন। ঢাকার কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়।

 

প্রধান স্টেশনের ঠিকানা ও যোগাযোগ

কমলাপুর রেলওয়ে স্টেশন

ফোন নম্বর: +৮৮-০২-৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২

মোবাইল নম্বর: +৮৮-০১৭১১৬৯১৬১২

বিমানবন্দর রেলওয়ে স্টেশন

ফোন নম্বর: +৮৮-০২-৮৯২৪২৩৯

ওয়েবসাইটwww.railway.gov.bd

সময়সূচি:

ঢাকা থেকে ছাড়ে তারাকান্দি পৌঁছে বন্ধের দিন
সকাল ৯:৪০ বিকাল ৩:২০ নেই
তারাকান্দি থেকে ছাড়ে ঢাকা পৌঁছে বন্ধের দিন
বিকাল ৪:৩০ রাত ১০:৫০ নেই

 

ঢাকা-তারাকান্দি ভাড়া

যাত্রা বিরতীর স্থান ও ভাড়ার তালিকা

গন্তব্যস্থল শো: চেয়ার স্নিগ্ধা
ঢাকা-তারাকান্দি ২৯৫ ৫৬৪
কুলাউড়া ২৫৫ ৪৮৯
শ্রীমঙ্গল ২২৫ ৪২৬
শায়েস্তাগঞ্জ ১৯৫ ৩৭৪

 

 

অন্যান্য তথ্য

  • এসি সার্ভিসের যাত্রীগণ টিকেট মূল্যের সাথে সর্বোচ্চ ৫৬ কেজি, প্রথম শ্রেণী ৩৭.৫ কেজি, শোভন ২৮ কেজি ও সুলভ/দ্বিতীয় শ্রেণী ২৩ কেজি পর্যন্ত বৈধমালামাল বহন করতে পারে।
  • প্রত্যেক বগিতে একজন করে গাইড থাকেন। যাত্রীদের সেবা, প্রয়োজনীয় পরামর্শ ও ট্রেনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করে থাকেন।
  • যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে জানালার পাশে এ্যালুমিনিয়ামের শাটার। ট্রেনে ভ্রমণকালে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন – ট্রেনের দরজা-জানালায় না বসা, ট্রেনের ছাদে না ওঠা, ইঞ্জিনে না চড়া। ঘনবসতি বা বস্তি এলাকাতে ট্রেন চলার সময় জানালার শাটার লাগিয়ে দেয়া।
  • এসি কেবিন ছাড়া শোভন বগিতে স্ট্যান্ডিং টিকেট কাটার সুবিধা রয়েছে। মোট বরাদ্দকৃত টিকেট বিক্রি হয়ে যাওয়ার পর স্ট্যান্ডিং টিকেট দেয়া হয়। স্ট্যান্ডিং টিকিটের মূল্য সিটিং টিকেটের সমান এবং সাথে সাধারণ টিকেটের মতই পণ্য নেয়া যায়।

    তথ্য সুত্রঃ- অনলাইন ঢাকা গাইড