চালু হচ্ছে ঢাকা–নিউইয়র্ক ফ্লাইট

719

চালু হচ্ছে ঢাকা–নিউইয়র্ক ফ্লাইট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর আমেরিকা প্রবাসীদের নানা দাবি–দাওয়ার প্রতি সাড়া দিয়েছেন। তাঁদের আশ্বস্ত করেছেন, প্রবাসীদের কল্যাণে সরকার সবই করে যাবে। নিউইয়র্ক কনস্যুলেটে প্রবাসীদের জন্য নিজস্ব ভবন থাকবে। ফ্লোরিডাসহ প্রবাসীবহুল আমেরিকার নগরগুলোতে নতুন কনস্যুলেট অফিস খোলা হবে। শিগগিরই ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু হবে। দেশে প্রবাসী বিনিয়োগের সুযোগ–সুবিধা অবারিত করা হবে। আমেরিকা থেকে বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে নিয়ে বিচার করা হবে।

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নিউইয়র্ক সফরের শেষ দিন গত ২৯ সেপ্টেম্বর বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে মঞ্চে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ও বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট মিনিস্টার (প্রেস) নূরে এলাহী মিনা।


সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমানের ফ্লাইট সম্পর্কিত কেউ কোনো প্রশ্ন করার আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আপনাদের অনেক দিনের দাবি নিউইয়র্ক-ঢাকা সরাসরি বিমান চালু করার। আমরা কিছুদিন আগে ১০টি উড়োজাহাজ কিনেছি। আমেরিকার সরকারের সঙ্গে এ বিষয়ে আমরা কথা বলে অনেক দূর এগিয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সরকার আপনাদের এই স্বপ্ন পূরণ করতে পারবে।’
নিউইয়র্কে বঙ্গবন্ধু সেন্টার প্রতিষ্ঠা করা প্রবাসীদের দাবি, ‘যেখানে প্রবাসীরা নিজেদের আচার-অনুষ্ঠানের আয়োজন করতে পারবে। এমন একটি ভবন কি নির্মাণ করা হবে—এমন এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের কিছুদিন পর চেষ্টা করেছেন বিদেশে আমাদের নিজস্ব ভবন প্রতিষ্ঠার। আমরাও সেই চেষ্টা করে চলেছি। যেমন এই ভবনটি আমরা কিনে নিয়েছি স্থায়ী মিশনের জন্য। সম্প্রতি একটি বাড়ি দেখা হয়েছে কনস্যুলেট এবং প্রবাসীদের নিজস্ব ভবনের জন্য। আশা করছি, আপনাদের এই স্বপ্নও পূরণ হবে খুব দ্রুত।’
প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আপনারা জানেন, প্রবাসীরা দেশে টাকা পাঠালে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। আমরা প্রবাসীদের জন্য আরও সুযোগ তৈরি করছি। বিনিয়োগে প্রবাসীদের অগ্রাধিকার দিচ্ছি। প্রবাসীদের কষ্টার্জিত আয় যেন নির্বিঘ্নে তাদের স্বজনেরা ভোগ করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করেছি।’ প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য দেওয়া এনএরবি ব্যাংকগুলোর কথা উল্লেখ করেন। এর মাধ্যমে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি কুখ্যাত রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত নিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নথিপত্র তুলে দিয়েছি।’
দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে সরকারপ্রধান বলেন, ‘ওয়ান-ইলেভেনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে এবং জনগণ উন্নয়নের সুফল পায়, সে জন্যই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। কোন অপরাধীই ছাড় পাবে না। ঋণখেলাপি কমিয়ে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পদক্ষেপও নেওয়া হয়েছে।’
জুয়া ও ক্যাসিনো সংস্কৃতির বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের প্রতি আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে চলমান দুর্নীতিবিরোধী অভিযানে অনেকেই অখুশি, কিন্তু কিছু করার নেই। দুর্নীতি করে কোনো অপরাধীই ছাড় পাবে না। আমরা সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছি। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের সুফল নিশ্চিত করাটাও এই দুর্নীতিবিরোধী অভিযানের লক্ষ্য।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সমস্যা প্রসঙ্গে বলেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক হয়েও তাদের সরকারের ওপর আস্থা রাখতে না–পারা সেই দেশের জন্য লজ্জাজনক। মিয়ানমারকেই এই সংকটের সমাধান করতে হবে

যেকোনো দেশের এয়ার টিকেট, হোটেল বুকিং, হেলিকপ্টার সার্ভিস, টুরিস্ট ভিসা প্রসেসিং এবং প্যাকেজ ট্যুর করে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন নিচের ঠিকানায়।

zooFamily (community of aviation & travel)

রোড ৩, হোল্ডিং ৩, সুইট ৩৪,হ্যাপি আর্কদিয়া শপিং মল,ধানমণ্ডি,ঢাকা ১২০৫, বাংলাদেশ।

মোবাইল নাম্বার: ০১৯৭৮৫৬৯২৯৪