সৌদি আরবে গিয়ে প্রবাসী কর্মী যারাদের হোটলে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের ২৫ হাজার টাকা দেবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
কিভাবে এই টাকা পাবেন ?
৭ জুন থেকে সৌদি প্রবাসীদের বিদেশ যাওয়ার আগেই কিছৃ তথ্য বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়ে যেতে হবে।
কি কি কাগজপত্র লাগবে?
ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত বিএমইটি স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি
ঘ) টিকেটের ফটোকপি
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি
এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে টাকা পাঠাবে সরকার।
এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।
যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।
সৌদিতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা:
EMBASSY OF BANGLADESH
8039 Dareen Street, Diplomatic Quarter, Riyadh, KSA
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দার ঠিকানা:
Consulate General of Bangladesh in Jeddah
Po Box 31085
Jeddah 21497
Saudi Arabia
** যে কোন সমস্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ যোগাযোগ করুন।
Riyadh
+966-5379-79563
+966-50349-3452
Jeddah
+966 502 7646 27
+966-5344-55716
+966-5093-60082
** বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের যাবতীয় সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি কুইক রেসপন্স টিম গঠন করেছে। কোন অভিযোগ থাকলে কুইক রেসপন্স টিমকে জানাতে পারেন।
* 01819-262172 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খান
*01712-207227 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ সারওয়ার আলম
* 01711-111544 বিএমইটি’র উর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ রানা
* 017168-69222 ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক মোঃ জাহিদ আনোয়ার