বিদেশি পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা চালু করছে থাইল্যান্ড।মঙ্গলবার থাইল্যান্ডের মন্ত্রিসভা একবারে ২৭০ দিনের ভিসার অনুমোদন দিয়েছে।থাইল্যান্ডের অর্থনীতিতে পর্যটনের ভূমিকা ব্যাপক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল থাইল্যান্ডের অর্থনীতি।
যেসব পর্যটক দীর্ঘদিন দেশটিতে অবস্থান করতে চান তাদের জন্যও দীর্ঘমেয়াদি ভিসার অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে থাই মন্ত্রিসভা।
এতে বলা হয়েছে, পর্যটকরা ৯০ দিন করে মোট ৩ বার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে।
এ জন্য প্রতিবার খরচ হবে মাত্র ৬৪ ডলার বা সাড়ে পাঁচ হাজার টাকা।