ঢাকা হোটেল কোয়ারান্টাইন | ৩ দিনের কোয়ারান্টাইন প্যাকেজ

857

ঢাকা হোটেল কোয়ারান্টাইন | ৩ দিনের কোয়ারান্টাইন প্যাকেজ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য রাজধানীর ২৮টি হোটেল নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব হোটেলের সেবার মূল্যও নির্ধারণ করে দেওয়া হয়েছে। যাত্রীরা এসব হোটেলে নিজ খরচে অবস্থান করবেন বলেও জানানো হয়েছে।

কাতার, বাহরাইন ও কুয়েত থেকে আগত যাত্রীদের ৩ দিন বাধ্যতামূলক হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে।

বিস্তারিত খরচ:-
———————-
সিঙ্গেল রুম (সবখরচ অন্তর্ভুক্ত)= ১১৫০০/-
শেয়ারিং রুম (সবখরচ অন্তর্ভুক্ত)= ৮৫০০/-

যা কিছু অন্তর্ভূক্ত আছে:-
———————————-
১) এয়ারপোর্ট ট্রান্সফার।
২) ওয়েলকাম ড্রিকংস
৩) তিন রাত হোটেলে রাত্রী যাপন।
৪) সকল লান্চ, ডিনার ও সকালের নাস্তা
৫) ফ্রি ওয়াই ফাই
৬) রুম প্রতি ১ লিটার মিনারেল ওয়াটার।

১৪ দিন কোয়ারান্টাইন প্যাকেজ
———————————————-
যেসব দেশ থেকে আগত যাত্রীদেরকে ১৪ দিন হোটেল কোয়ারান্টাইনে থাকতে হবে, তাদের জন্য-

বিস্তারিত খরচ-
—————————
সিঙ্গেল রুম (সবখরচ অন্তর্ভুক্ত)= ৪৬০০০/-
শেয়ারিং রুম (সবখরচ অন্তর্ভুক্ত)=৩৮০০০/-

যা কিছু অন্তর্ভূক্ত আছে:-
———————————-
১) এয়ারপোর্ট ট্রান্সফার।
২) ওয়েলকাম ড্রিকংস
৩) ১৪ রাত হোটেলে রাত্রী যাপন।
৪) সকল লান্চ, ডিনার ও সকালের নাস্তা
৫) ফ্রি ওয়াই ফাই
৬) রুম প্রতি ১ লিটার মিনারেল ওয়াটার।

👉ডকুমেন্টস পাঠানোর নিয়মঃ Ticket Copy | Passport Copy

Hotel Booking Contact Number: 📲+8801678569294 ☎️+880 2-44612178

Email: support@zoo.family | website: https://www.zoo.family

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারিকরা প্রজ্ঞাপন এবং কেবিনেট সভার সিদ্ধান্ত বাস্তবায়নকল্পে করোনাকালে বিশেষ হ্রাসকরা মূল্যে ইউকে/বিদেশ ফেরত যাত্রীদের ৩ বেলা মানসম্মত খাবারসহ আবাসন সুবিধা দেওয়ার শর্তে নিম্নোক্ত ২৮টি (আটাশ) হোটেলকে নির্দেশক্রমে অনুমোদন দেওয়া হলো:

১। হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা।

২। বেঙ্গল ক্যানারি পার্ক লিমিটেড, প্লট-৮, রোড-১৬/এ, গুলশান-১, ঢাকা।

৩। সিক্স সিজন্স হোটেল, হাউজ-১৯, রোড-৯৬, গুলশান-২, ঢাকা-১২১২।

৪। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯।

৫। রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, এয়ারপোর্ট রোড, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।

৬। হোটেল প্ল্যাটিনাম, ২৪, গারীব-ই-নেওয়াজ, এভেনিউ, সেক্টর-১১, উত্তরা, ঢাকা-১২৩০।

৭। হোটেল গার্ডেন রেসিডেন্স, হাউজ-৩০, রোড-২০, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০।

৮। হোটেল বেঙ্গল ইন, হাউজ-৭, রোড-১৬, গুলশান-১, ঢাকা-১২১২।

৯। স্কাইলিংক লিমিটেড, হাউজ-৭, রোড-১৪, সেক্ট র-১৩, উত্তরা মডেল টাউন, ঢাকা।

১০। হোটেল স্প্রিং হিল অ্যাপার্টমেন্ট, রোড-২৪, হাউজ-৩১, গুলশান-১, ঢাকা-১২১২।

১১। রয়্যাল পার্ক রেসিডেন্স হোটেল, হাউজ-৮৫, রোড-২৫/এ ব্লক-এ, বনানী, ঢাকা।

১২। প্ল্যাটিনাম রেসিডেন্স, বাসা-৪২, রোড-২০/সি, সেক্টর-৪, শাহজালাল এভিনিউ, উত্তরা, ঢাকা-১২৩০।

১৩। হোটেল দি রহমানিয়া ইন্টারন্যাশনাল, ২৮/১/সি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা।

১৪। গ্যালেসিয়া হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, হাউজ-৩৯, রোড-২১, ব্লক-বি, বনানী-ঢাকা।

১৫। ওয়েস্ট পার্ক ইন রেসিডেন্স, হাউজ-৯০, রোড-৩১/এ, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।

১৬। ন্যাসেন্ট গার্ডেনিয়া, রোড-৮৩, প্লট-২৮, গুলশান-২, ঢাকা-১২১২।

১৭। এনকোরেজ দি রেসিডেন্স, হাউজ-১৪, রোড-১৮, সেক্টর-৪, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

১৮। ব্লু কাস্টেল হোটেল, হাউজ-৯, রোড-১১, সেক্টর-১, উত্তরা, ঢাকা-১২৩০।

১৯। রাফ্রেসিয়া সার্ভিসড অ্যাপার্টমেন্ট, হাউজ-২, রোড-২২/২৩, গুলশান আর/এ, ঢাকা-১২১২।

২০। লেকসোর হোটেল, গুলশান, রোড-৪১, হাউজ-৪৬, গুলশান-২, ঢাকা-১২১২।

২১। দি ওয়ে ঢাকা, ১০/বি/১, রোড-৫৪/বি, গুলশান-২, ঢাকা-১২১২।

২২। ডরিন হোটেল অ্যান্ড রিসোর্ট সাবেক ফোর পয়েন্ট বাই শেরাটন, ৬/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

২৩। ন্যাসেন্ট গার্ডেনিয়া রেসিডেন্স, রোড-১, বাড়ি-১৭, ব্লক-বি, নিকেতন, গুলশান, ঢাকা।

২৪। হলিডে এক্সপ্রেস, হাজীক্যাম্পের বিপরীতে, ঢাকা-১২৩০।

২৫। রেনেসা ঢাকা গুলশান হোটেল, সিইএস (এফ) ৩, ৭৮ বীর উত্তম মির শওকত রোড, গুলশান-১, ঢাকা।

২৬। গ্রিন হাউজ, হাউজ-১০, রোড-৩, সেক্টর-১, উত্তরা, ঢাকা।

২৭। প্রিয় নিবাস স্টাইলিস রেসিডেন্টাইল হোটেল, ১৫২/২/কে, পান্থপথ, কলাবাগান, ঢাকা-১২০৫।

২৮। হোটেল অ্যারিস্টোক্রেট ইন লি. হাউজ-১২, রোড-৬৮/এ, গুলশান-২, ঢাকা-১২১২।

তে আরও বলা হয়েছে, হোটেলে অবস্থানকালীন বিদেশ ফেরত যাত্রীদের অবশ্যই কোভিড-১৯ সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সব বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার বিষয়টি হোটেল কর্তৃপক্ষ নিশ্চিত করবেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কোনো বিধিনিষেধ লঙ্ঘন করা হলে/মেনে না চললে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

For Related Post Click here