বরিশাল জেলা | ট্র্যাভেল নিউজ বাংলাদেশ

1541

বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি ১৭৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহরের পূর্বতন নাম চন্দ্রদ্বীপ। দেশের খাদ্যশষ্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। একে বাংলার ‘ভেনিস’ বলা হয়। বরিশাল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর।

নামকরনের ইতিহাস:-

বরিশাল নামকরণ সম্পর্কে বিভিন্ন মতভেদ রয়েছে। এক কিংবদন্তি থেকে জানা যায় যে, পূর্বে এখানে খুববড় বড় শাল গাছ জন্মাতো, আর এই বড় শাল গাছের কারণে (বড়+শাল) বরিশাল নামের উৎপত্তি। কেউকেউ দাবি করেন, পর্তুগীজ বেরি ও শেলির প্রেমকাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় যে, গিরদে বন্দরে (গ্রেট বন্দর) ঢাকা নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল। ইংরেজ ও পর্তুগীজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে ‘বরিসল্ট’ বলতো। অথাৎ বরি (বড়)+সল্ট(লবণ)= বরিসল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে ‘বরিসল্ট’বলা হতো । পরবর্তিতে বরিসল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে।

আয়তন ও অবস্থান:-

উত্তরে চাঁদপুর, মাদারিপুর ও শরিয়তপুর জেলা; দক্ষিণে ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালী জেলা; পূর্বে লক্ষ্মীপুর, ভোলা জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে পিরোজপুর, ঝালকাঠি ও গোপালগঞ্জ জেলা অবস্থিত।

বরিশাল জেলার উপজেলাগুলি

আগৈলঝারা উপজেলা

বাবুগঞ্জ উপজেলা

বাকেরগঞ্জ উপজেলা

বানারিপাড়া উপজেলা

গৌরনদী উপজেলা

হিজলা উপজেলা

বরিশাল সদর উপজেলা

মেহেন্দিগঞ্জ উপজেলা

মুলাদি উপজেলা

উজিরপুর উপজেলা

বিশিষ্ট ব্যক্তিত্ব:-

শেরে বাংলা এ কে ফজলুল হক

জীবনানন্দ দাশ

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর

বেগম সুফিয়া কামাল

কুসুমকুমারী দাশ

আরজ আলী মাতুব্বর

কামিনী রায়

দেলাওয়ার হোসাইন সাঈদী

মাওলানা ফজলুল করীম

আগা বাকের খান

হানিফ সংকেত

আবদুর রহমান বিশ্বাস

অশ্বিনী কুমার দত্ত

সেক্টর কমান্ডার মেজর আব্দুল জলিল

বিখ্যাত খাবার:-

আমড়া

বিখ্যাত স্থান:-

দুর্গাসাগর

কালেক্টরেট ভবন

চাখার প্রত্নতাত্ত্বিক জাদুঘর

রামমোহনের সমাধি মন্দির

সুজাবাদের কেল্লা

সংগ্রাম কেল্লা

শারকলের দুর্গ

গির্জামহল্লা

বেলস পার্ক

এবাদুল্লা মসজিদ

কসাই মসজিদ

অক্সফোর্ড গির্জা

শংকর মঠ

মুকুন্দ দাসের কালীবাড়ি

ভাটিখানার জোড়া মসজিদ

অশ্বিনী কুমার টাউন হল

চরকিল্লা

এক গম্বুজ মসজিদ

সাড়ে তিন মণ ওজনের পিতলের মনসা

আবদুর রব সেরনিয়াবাদ সেতু

উলানিয়া জমিদার বাড়ি

কিভাবে যাবেন:-

এই জেলায় যাতায়াতের জন্য নৌ-পথই সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম। এছাড়া সড়ক পথেও এই জেলায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। গাড়ি গুলো ফেরি পারাপারের মাধ্যমে পদ্মা নদী পাড় হয়। ঢাকা সদরঘাট নদী বন্দর লঞ্চ টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে  লঞ্চ ছেড়ে যায়।