বাংলা সংস্কৃতি

1184

বাংলা সংস্কৃতি

বাংলাদেশের সংস্কৃতি বলতে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের গণমানুষের সাহিত্য, সংগীত, নৃত্য, ভোজনরীতি, পোষাক, উৎসব ইত্যাদির মিথষ্ক্রীয়াকে বোঝানো হয়ে থাকে।বাংলাদেশের রয়েছে শত শত বছরের ইতিহাস ও ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতি স্বকীয় বৈশিষ্ট্যের কারণে স্বমহিমায় উজ্জ্বল। বাংলাদেশ পৃথিবীর সমৃদ্ধ সংস্কৃতির ধারণকারী দেশগুলোর মধ্যে অন্যতম।

ভাষার আগে জন্ম হয় সংস্কৃতির। ‘চর্যাচর্যবিনশ্চয়’ যখন লেখা হয়নি, আর্যদের ভাষা যখন প্রাকৃত তখনো বাংলা অঞ্চলে বাঙালি সংস্কৃতির বহু রেওয়াজ চালু ছিল। তখনো প্রাকৃতজনরা মানুষ, মাছ-ভাত খেত, নারীরা চুলে ফুল গুঁজত, কপালে টিপ পরত। কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেন, ভাষাবিহীন সংস্কৃতি হতে পারে? নিশ্চয়ই পারে। বাংলা ভাষা যখন ঠিকমতো গড়ে ওঠেনি তখনো তো এখানকার মানুষের নির্দিষ্ট কিছু বিশ্বাস, আচার, আরো নির্দিষ্ট করে বললে ধর্ম, ধর্মকে কেন্দ্র করে উৎসব, পার্বণ এসব তো ছিলই।